কতদিন অন্তর ও কীভাবে চিরুনি পরিষ্কার করা উচিত?
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৯:১১
কতদিন অন্তর ও কীভাবে চিরুনি পরিষ্কার করা উচিত?
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

শ্যাম্পু করে পরিষ্কার করা চুল রোজের ব্যবহারের চিরুনি দিয়েই আঁচড়ালেন। তাতে কী হল জানেন? যে চুল কিছুক্ষণ আগে ভালোভাবে পরিষ্কার করলেন, তাতে আবার ঢুকে গেল গত কয়েক সপ্তাহ বা কয়েক মাসে চিরুনিতে জমা ব্যাকটেরিয়া, ধুলো, ময়লা, মাথার মরা কোষ— আরও অনেক কিছু। লাভ কি হল? আদতে হল না। বরং ক্ষতিই হল কিছুটা।


বৃথা গেল মিনিট পাঁচেক বা দশেকের চুল পরিষ্কার করার পরিশ্রমও। বিশেষজ্ঞেরা বলছেন, চিরুনিতে কতটা ময়লা থাকে, তা দেখে আন্দাজ করা মুশকিল। তাই চুল ভাল রাখতে হলে চুল পরিষ্কার করার পাশাপাশি চুল আঁচড়ানোর চিরুনিটিও পরিষ্কার রাখতে হবে।


আমেরিকার চুল এবং মাথার ত্বক সংক্রান্ত তারকা বিশেষজ্ঞ (ট্রাইকোলজিস্ট)ব্রিজেট হিল বলছেন, ‘‘আমরা যখন চুল আঁচড়াই, তখন মাথার ত্বকে থাকা সেবাম সমান ভাবে ছড়িয়ে পড়ে। তাতে মাথার ত্বকে পিএইচ-এর ভারসাম্য বজায় থাকে। চুলের আর্দ্রতাও বজায় থাকে। কিন্তু একখানি ময়লা চিরুনি বা হেয়ারব্রাশ ঠিক তার উল্টোটাই করে। ভাল তো কিছু হয়ই না, উল্টে পরিষ্কার মাথার ত্বককে নোংরা করে দেয়।’’


চুলে অনেকেই নানারকম জিনিসের ব্যবহার করে থাকেন। ড্রাই শ্যাম্পু, কন্ডিশনার, সেরাম বা স্টাইলিংয়ের জিনিসপত্রের অবশিষ্টাংশ থেকে যায় চিরুনিতে। এছাড়া রোজ বাইরে বেরোলে চুলে যে ধুলো পড়ে, তা-ও থেকে যায়। আবার যাঁদের খুশকির সমস্যা রয়েছে, তাঁদের মাথার ত্বকের মৃতকোষও লেগে থাকে চিরুনিতে। নিয়মিত পরিষ্কার করলে চিরুনি থেকে সেই সমস্ত জিনিস নতুন করে মাথার ত্বকে আসে না। চুলের পরিচ্ছন্নতা বজায় থাকে। চুলের স্বাস্থ্য ভাল থাকে।


কতদিন অন্তর চিরুনি পরিষ্কার করা উচিত?


হিল বলছেন, প্রত্যেকবার চুল আঁচড়ানোর পরেই চিরুনিতে লেগে থাকা চুল পরিষ্কার করে নেওয়া উচিত। তা ছাড়া পাতলা চুল হলে প্রতি সপ্তাহে অন্তত এক বার। মোটা বা ঘন চুল হলে মাসে দু’-তিন বার। কোঁকড়ানো চুল হলে সপ্তাহে এক বার চিরুনি পরিষ্কার করা উচিত।


কীভাবে চিরুনি পরিষ্কার করা উচিত?


চিরুনি কী দিয়ে তৈরি তার উপর নির্ভর করবে পরিষ্কার কী ভাবে করবেন। যদি, সিলিকন, প্লাস্টিক, রাবারের চিরুনি হলে সামান্য উষ্ণ চলে শ্যাম্পু অথবা তরল সাবান গুলে তাতে ১০-১৫ মিনিট চিরুনি ভিজিয়ে রাখুন। তার পরে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে হাওয়ায় শুকিয়ে নিন। গরম জলে ভিনিগার দিয়েও আধ ঘণ্টা চিরুনি ভিজিয়ে রাখতে পারেন। তার পরে একই ভাবে ব্রশ দিয়ে ঘষে পরিষ্কার করুন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com