
বাঙালি হেঁশেলে মানকচু দারুণ সমাদৃত না হলেও, ভর্তা বানিয়ে খেলে স্বাদ সহজে জিভ থেকে যাবে না। কীভাবে বানাবেন মানকচুর ভর্তা? রইল এই খাবারের রেসিপি।
উপকরণ:
২৫০ গ্রাম মানকচু
১ কাপ ঝিরি ঝিরি করে কাটা পেঁয়াজ
৪ কোয়া রসুন
৪টি কাঁচা মরিচ
আধ চা চামচ কালো জিরে
স্বাদমতো নুন
পরিমাণ মতো চিনি
৩টি শুকনো মরিচ
পরিমাণ মতো সর্ষের তেল
দেড় চা চামচ হলুদ গুঁড়ো
প্রণালী:
মানকচু প্রথমে ধুয়ে নিন ভাল করে। তার পর সেটিকে ভাল করে গ্রেট করে নিন।
এ বার কড়াইয়ে তেল গরম করে কালো জিরে আর কাঁচা মরিচ ফো়ড়ন দিয়ে তার মধ্যে রসুন আর পেঁয়াজ জিয়ে অল্প আঁচে ভাজতে থাকুন।
ঝাঁঝালো গন্ধ বেরোলে তার মধ্যে আগে থেকে গ্রেট করে রাখা মানকচু নাড়াচাড়া দিয়ে করতে থাকুন। খানিক ক্ষণ খুন্তি নাড়িয়ে নুন আর হলুদ দিয়ে ভাল করে কষিয়ে অল্প জল ঢেলে ঢেকে দিন।
মিনিট দশেক পরে ঢাকা খুলে গ্যাসের আঁচ বাড়িয়ে সামান্য চিনি মিশিয়ে লাল লাল করে ভেজে অন্য পাত্রে তুলে রাখুন। তবে খুব কড়া করে ভাজবেন না।
মিশ্রণটি এক বার হাত দিয়ে মেখে নিতে পারেন। তার পর শুকনো লঙ্কা ভাজা দিয়ে সাজিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মানকচুর ভর্তা।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]