শিরোনাম
গরমে ত্বকের সমস্যা দূরে রাখতে আইস থেরাপি
প্রকাশ : ২৯ মার্চ ২০১৭, ১২:০২
গরমে ত্বকের সমস্যা দূরে রাখতে আইস থেরাপি
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

গরম পড়তে শুরু করে দিয়েছে। তাই এপ্রিল, মে, জুনের কথা ভাবলেই এখন আতঙ্কে ভুগছেন অনেকে। প্যাচপেচে গরম মানেই হাজারটা সমস্যা। রোদে পুড়ে ত্বকে কখনও জ্বালা, কখনও অস্বস্তি, চুলকানি, কখনও বা অতিরিক্ত তেলের কারণে ব্রণর সমস্যা। গরমের কারণে ত্বকের যে কোনো সমস্যায় প্রয়োজন ঠাণ্ডা অনুভূতি। শুধুমাত্র আইস থেরাপির সাহায্যেই সমাধান করতে পারেন ত্বকের অনেক সমস্যা। কীভাবে তা আজই জেনে নিন।


যা যা লাগবে
গ্রিন টি ব্যাগ- ১টা
ভিটামিন ই ক্যাপসুল- ২টো
পানি- ৫০০ মিলি


যেভাবে বানাবেন
প্রথমে পানি ফুটিয়ে নিন। এরপর এতে টি ব্যাগ ডুবিয়ে রাখুন ১ মিনিট। চায়ের মধ্যে ভিটামিন ই ক্যাপসুল দিন। ক্যাপসুল গলে গেলে আইস ট্রেতে ঢেলে ফ্রিজ করুন।


যেভাবে ব্যবহার করবেন
মুখ হাল্কা গরম পানি ও ফেস ওয়াশ দিয়ে ধুয়ে শুকনো করে মুছে নিন। ব্রণের উপর হাতের সার্কুলার মোশনে আইস কিউব ম্যাসাজ করুন। বরফ গলে গেলে শুকনো করে মুছে নিন। দিনে ২-৩ বার ব্যবহার করুন।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com