শিরোনাম
স্বাধীনতা দিবসের সাজ-পোশাক
প্রকাশ : ২৫ মার্চ ২০১৭, ১৬:৪১
স্বাধীনতা দিবসের সাজ-পোশাক
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

দিবস ভিত্তিক সাজ-পোশাকের ব্যাপারটা আমাদের সংস্কৃতিতে জড়িয়ে আছে অনেক আগে থেকে। ২৬ মার্চ, অর্থাৎ স্বাধীনতা দিবসও এর ব্যতিক্রম নয়। আমাদের আবেগ, ভালোবাসা, হাসি-কান্নার সবটুকু ঘিরে আছে যে শব্দটি সেটি স্বাধীনতা। আর এই স্বাধীনতার গৌরব আমরা ধারণ করেছি আমাদের হৃদয়ে। সেই গৌরব এবং ভালোবাসার কিছুটা যে আমাদের পোশাকেও ছড়িয়ে যাবে, তাতে অবাক হওয়ার কী আছে!


তাই এবারের স্বাধীনতা দিবসে ফ্যাশন সচেতন মানুষের আয়োজনের কমতি নেই। যেকোনো উৎসব মূলত তারুণ্য নির্ভর। স্বাধীনতা দিবসের প্রতি শ্রদ্ধা আর সবার চাহিদাকে প্রাধান্য দিয়ে দেশের নামকরা ফ্যাশন হাউজগুলো সেজেছে আপন উদ্যোগে। তাই স্বাধীনতা দিবসে নিজেকে সাজিয়ে নিন স্বাধীনতার পোশাকে। আজ রইলো এ বিষয়ে কিছু টিপস্-


মেয়েদের সাজ
স্বাধীনতা দিবসে পরনের সব কিছুতেই থাকতে পারে লাল-সবুজের ছোঁয়া। মেয়েরা লাল-সবুজ শাড়ি পরতে পারেন লম্বা হাতের ব্লাউজের সাথে। লাল-সবুজ শাড়ি পরতে না চাইলেও এক রঙা শাড়ির সঙ্গে লাল-সবুজের সংমিশ্রণে ব্লাউজ পরুন। এক্ষেত্রে সাদা, ঘিয়া কিংবা কালো শাড়ির সাথে মানানসই লাল কিংবা সবুজ ব্লাউজের হাতায় লেস বসানো হলে দেখতে আরও সুন্দর লাগবে আপনার স্বাধীনতা দিবসের পোশাক।শাড়ি বাছাইয়ের ক্ষেত্রে সাধারণ হওয়ায় ভালো।



আর তরুণীদের মধ্যে যারা শাড়িতে শাড়িতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তারা লাল সবুজ সালোয়ার-কামিজ অথবা লম্বা কুর্তা পরে নিন। কেউ কেউ টপস বা ফতুয়াও বেছে নিতে পারেন। ফ্যাশন হাউজগুলোর আয়োজনে পাবেন প্রয়োজনের সবকিছু। কপালে বড় লাল টিপে ভালো মানাবে যে কোনো তরুণীকেই। লাল লিপস্টিক ব্যবহার করা যেতে পারে। আর শাড়ি পরলে হাতে লাল সবুজ চুড়ি থাকা চাই-ই।


চোখের সাজ: চোখের পাতায় সবুজ-গোল্ডেন দুটি রঙ মিলিয়ে শেড দেয়া যেতে পারে আর হাই লাইটে দিন গোল্ডেন রঙ। চোখের সাজটা স্মোকি না হয়ে কাজল টেনে নিলেই বেশি সুন্দর লাগবে, যা আপনাকে বাঙালি লুক দেবে। তবে ভুলেও কোনো গ্লিটার ব্যবহার করবেন না। যতটা সম্ভব ম্যাট লুক রাখবেন। চোখের পাপড়িতে পুরু করে মাস্কারা বুলিয়ে নিন।


ঠোঁটের সাজ: ঠোঁটে লিপস্টিক দিন হাল্কা বা মাঝারি রঙের। এক্ষেত্রে হালকা কফি বা লাল রঙ ব্যবহার করতে পারেন। বেশি উজ্জ্বল রঙ না দেয়াই ভালো, কারণ পড়নে থাকবে লাল সবুজের পোশাক। এক শেড গাঢ় রঙের লিপ লাইনার দিয়ে ঠোঁট ভালো করে এঁকে নিন।



অন্যান্য: গালে হালকা ব্রোঞ্জ কালারের ব্লাসন ব্যবহার করুন। খোঁপা বা বেণি করা চুলে ফুলের মালা আর একটি টিপ আপনার স্বাধীনতা দিবসের সাজে পূর্ণতা এনে দেবে। লাল-সবুজের ফ্যাশনের অন্যান্য অনুষঙ্গের আয়োজনেও অপূর্ণতা নেই। মেয়েদের পোশাকের সঙ্গে মিল রেখে পাওয়া যাচ্ছে গলার মালা, চুড়ি ও কানের দুল। লাল-সবুজ রঙের প্রাধান্য পাওয়া এসব ফ্যাশন অনুষঙ্গের পসরা বসে চারুকলার সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায়, নিউমার্কেট এবং দেশীয় ফ্যাশন হাউসগুলোতে।


ছেলেদের সাজ
ছেলেরা সবুজ রঙের পাঞ্জাবি পরতে পারেন। আকাশি রঙের জিন্স কিংবা সাদা পাজামা বেশ মানিয়ে যাবে। সবুজ পাঞ্জাবিতে লালের উপস্থিতি আপনার সৌন্দর্যও বাড়িয়ে দেবে অনেক বেশি। পাঞ্জাবি ছাড়াও টি-শার্ট পরতে পারেন। স্বাধীনতা দিবসের থিম অবলম্বনে করা এসব টি-শার্ট আপনার স্মার্টনেস বাড়িয়ে দেবে শতগুণ।


বাচ্চাদের সাজ
বাচ্চা মেয়েদের লাল-সবুজ শাড়িতে অসাধারণ লাগে। ছেলে বাচ্চাদের সাজেও থাকতে পারে লাল সবুজ আবহ। এছাড়া পতাকার রঙে রাঙানো রিস্ট ব্যান্ড কিনে হাতে পরতে পারেন। মাথায় পেঁচাতে পারেন পতাকার ছাপ দেয়া লম্বা কাপড়ের ব্যান্ড। চোয়ালে বা হাতে এঁকে নিতে পারেন স্বাধীনতা দিবসের নানা ট্যাটু। সবকিছুই যেনো হয় স্বাধীনতা দিবসকে মাথায় রেখে।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com