শিরোনাম
খুব সহজেই মজাদার লাবাং তৈরির পদ্ধতি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ১০:৪১
খুব সহজেই মজাদার লাবাং তৈরির পদ্ধতি
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রাণ জুড়াতে এক গ্লাস লাবাং ইফতারে হতে পারে পারফেক্ট আইটেম। রোজার শেষে নিমিশেই প্রশান্তি এনে দিবে লাবাং।


এদিকে লাবাং তৈরি করতে তেমন কোন ঝামেলা পোহাতে হবে না। খুব সহজেই হাতের কাছের ইনগ্রিডিয়েন্স দিয়ে তৈরি করতে পারেন সুস্বাদু এই আইটেমটি। তাহলে ঝটপট দেখে নিন মজাদার লাবাং তৈরির সহজ প্রণালী।


মজাদার লাবাং তৈরির পদ্ধতি


উপকরণ



পুদিনা পাতা- ৫ টেবিল চামচ
টকদই– ১ কাপ
বিট লবন- স্বাদমতো
টালা জিরা গুঁড়া- ১/৪ চা চামচ
চিনি- ১ চা চামচ
পানি- ২ কাপ
বরফ কুঁচি- পরিমাণমতো



প্রস্তুত প্রণালী


১) সব উপকরণ একসাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে।


২) ব্লেন্ড করা হলে বরফ কুঁচি দিয়ে পরিবেশন করুন লাবাং।


৩) ব্যস তৈরি হয়ে গেল মজাদার লাবাং।


খুব সহজে ঘরে বসেই তৈরি করুন এবং উপভোগ করুন মজাদার লাবাং।


বিবার্তা/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com