শিরোনাম
কোন ত্বকে কী রঙের কনসিলার
প্রকাশ : ২০ মার্চ ২০১৭, ১০:৪৮
কোন ত্বকে কী রঙের কনসিলার
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

নিজেকে সুন্দর করে সাজাতে প্রায় সব নারীই কমবেশি মেইকআপ ব্যবহার করে থাকেন। আর পারফেক্ট মেকআপ শুরু হয় ভালো বেস দিয়ে। আর এই বেস মেক আপ নিখুঁত হয় যদি কনসিলারের সাহায্যে সুন্দর ভাবে ঢেকে ফেলা যায় মুখের খুঁতগুলো। কিন্তু অনেক ক্ষেত্রেই কনসিলার লাগাতে গিয়ে গোলমাল হয়ে যায়। বেশি লাগিয়ে ফেললেই দেখতে ফ্যাটফ্যাটে লাগে। ফাউন্ডেশন বা কমপ্যাক্ট যেমন ত্বকের রং, ধরণ অনুযায়ী বেছে নেয়া উচিত, তেমনই ত্বকের রং, দাগের ধরণ অনুযায়ী কনসিলারও ব্যবহার করতে হয় বুদ্ধি করে। জেনে নিন কোন ধরনের ত্বকে, কী ধরনের দাগ ঢাকতে কোন রঙের কনসিলার ব্যবহার করবেন।


পিচ: মোটামুটি ফর্সা বা মাঝারি বর্ণের ত্বকে কালো ছোপ থাকলে বা ডার্ক সার্কেল ঢাকতে পিচ কনলিসার ব্যবহার করতে পারেন। পিচ লিপস্টিক দিয়েও কাজ সারতে পারেন।


কমলা: যদি ত্বকের রং বেশ গাঢ় হয় তাহলে কমলা লিপস্টিক বা কনসিলারের সাহায্যে ডার্ক সার্কল ঢাকতে পারেন।


লাল: একটু গাঢ় বর্ণের ত্বকে ডার্ক সার্কেল ঢাকতে সবচেয়ে ভালো লাল লিপস্টিক। যদি একটু হালকা মাঝারি হয় ত্বকের রং তাহলে খুব হালকা করে ব্যবহার করুন লাল।


সবুজ: যে কোনো বর্ণের ত্বকে অ্যাকনের দাগ থাকলে তা ঢেকে ফেলুন সবুজ কনসিলারের সাহায্যে।


হলুদ: যে কোনো বর্ণের ত্বকে যদি লাল র‌্যাশ থাকে তাহলে হলুদ কনসিলার ব্যবহার করুন।


পার্পল: মাঝারি বর্ণের ত্বকের নির্জীব ভাব ও ডার্ক সার্কেল ঢাকতে ব্যবহার করতে পারেন পার্পল কনসিলার।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com