শিরোনাম
চাকরির ইন্টারভিউয়ের সাজ-সজ্জা যেমন হবে
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৬, ১১:২৩
চাকরির ইন্টারভিউয়ের সাজ-সজ্জা যেমন হবে
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

চাকরি পাওয়ার জন্য সকলকেই ইন্টারভিউ দিতে হয়। আর ইন্টারভিউ বোর্ডে যাওয়ার সময় নিজেকে কিছুটা সাজিয়ে গুছিয়ে নিতে হয়। কারণ, চাকরি পাওয়ার ক্ষেত্রে যোগ্যতার পাশাপাশি আপনাকে সাহায্য করবে পরিপাটি পোশাক-আশাক এবং সাজ-সজ্জা। কারণ, প্রথম দেখাতেই যদি একটি মানুষকে মনে হয় গোছানো, স্মার্ট এবং নির্ভরশীল, তবে তার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। শুধু তাই নয়, সুন্দর করে নিজেকে সাজানো-গোছানোর মাধ্যমে নিজের আত্মবিশ্বাসটিকেও শানিয়ে নেয়া যায়। তাই আজ জেনে নিন ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে নিজেকে প্রস্তুত করবার কিছু টিপস।


> ইন্টার্ভিউয়ের সময়ে পোশাক আশাক হতে হবে মার্জিত এবং ফর্মাল। ফর্মাল মানে এই নয় যে স্যুট-টাই পড়তে হবে। তবে ফর্মাল ধাঁচের শার্ট-প্যান্ট পরার পক্ষপাতী তিনি। মেয়েদের ক্ষেত্রে শাড়ি বা সালোয়ার কামিজ দুটোই চলনসই, তবে সাধারণত সালোয়ার-কামিজ পরাটাকে বেশি গ্রহণযোগ্য। অলংকার এবং মেকআপের আতিশয্য বর্জন করলেই ভালো বলে তিনি জানান।


> আগের দিন রাতেই চুল ধুয়ে শুকিয়ে রাখুন যাতে ইন্টারভিউয়ের দিন তাড়াহুড়ো করতে না হয়। চুল যদি লম্বা হয় তবে একটি পনিটেইল করে নিতে পারেন। অন্য সময়ে হেয়ার স্প্রে ব্যবহার না করলেও এই দিনে চুলকে অগোছালো হয়ে যাওয়া থেকে বাঁচাতে অল্প করে হেয়ার স্প্রে ব্যবহার করতে পারেন


> চুলে রঙচঙে ক্লিপ বা কাঁটা ব্যবহার করবেন না। খেয়াল রাখুন চুল যেন কোনোভাবেই মুখের ওপর এসে না পড়ে। মেকআপ যতোটা সম্ভব কম লাগানোই ভালো। অন্যদিনের চাইতে একটু বেশি সময় নিয়ে, ধৈর্য ধরে মেকআপ করুন। হালকা করে ময়েশ্চারাইজার বা বিবি ক্রিম মাখুন মুখে


> চোখের নিচে লালচেভাব থাকলে অল্প করে কনসিলার দিয়ে ঢেকে ফেলুন। আগের দিন রাত্রে ঠোঁট এক্সফলিয়েট করে রাখুন এবং ইন্টার্ভিউয়ের আগে লিপবাম ব্যবহার করুন। এমনভাবে লিপস্টিক ব্যবহার করুন যাতে বোঝা না যায়, ভুলেও লিপ গ্লস ব্যবহার করবেন না।


> নিউট্রাল এবং ন্যাচারাল শেডের আই শ্যাডো ব্যবহার করুন। আপনি যদি ভ্রু সবসময় প্লাক করেন তবে অবশ্যই ইন্টারভিউয়ের আগে দেখে নেবেন নতুন করে প্লাক করার দরকার আছে কি না। হাইলাইটার, কন্ট্যুর এসব এড়িয়ে চলাই ভালো।


> কোনো পারফিউম ব্যবহার না করাই ভালো কারণ আপনার পারফিউম যদি ইন্টারভিউ বোর্ডের কারও অপছন্দ হয় তবে আপনার ব্যাপারে তার নেতিবাচক ধারণা তৈরি হয়ে যাবে।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com