শিরোনাম
যে কারণে আপনি এখনো সিঙ্গেল
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৬, ১০:৫৪
যে কারণে আপনি এখনো সিঙ্গেল
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

সৃষ্টিকর্তা সবার জন্যেই সঙ্গী রেখেছেন। তাই প্রত্যেকেই একটি সম্পর্কে আবদ্ধ থাকতে চান। কিন্তু অনেকেই আছেন মাসের পর মাস চলে যায়, অথচ মনের মতো একজন সঙ্গী পান না? এদিকে বন্ধুদের অবলীলাক্রমে প্রেমিক বা প্রেমিকার সাথে হাশিখুশি সময় কাটাতে দেখেন প্রতিনিয়ত? কিংবা প্রেম করতে গিয়েও ব্যর্থ হয়েছেন? জেনে নিন, ঠিক কী কী কারণে এখনও একা আপনি।


> আপনি রূপকথার বা গল্পের নায়িকার মতো কোনো চরিত্রের অপেক্ষায় রয়েছেন, যে আসলে কখনই আসবে না। বাস্তবটা মেনে নিলে দেখবেন, সঙ্গী বা সঙ্গিনীর দেখা পাওয়াটা অনেক সহজ হয়ে গেছে। শুধু মাথায় রাখুন, পৃথিবীতে সর্বগুণসম্পন্ন নিখুঁত মানুষ এখনো জন্মায়নি। মানিয়ে চলাটাই জীবন।


> আপনি অন্তরঙ্গতা বা ঘনিষ্ঠতা নিয়ে দ্বিধায় থাকেন সর্বক্ষণ। নতুন কারোর সাথে আলাপ হলে কতটা ঘনিষ্ঠ হওয়া বা দুরত্ব রাখা উচিৎ, সেই হিসেব করতে পারেন না। সদ্য পরিচিত মানুষটি কী মনে করবে, তা ভাবতে শুরু করেন এবং সে দিকে এগোনই না। ফলত শুরুর আগেই শেষ হয়ে যায় সম্পর্ক। তার চেয়ে বরং খুব ঘনিষ্ঠ না হলেও নিজেকে খোলামেলা রাখার চেষ্টা করুন।


> আপনার মনে কোনোভাবে এই ধারণা বসে গেছে একা থাকার মধ্যে আলাদা সুখ রয়েছে। অথচ নিজের অজান্তেই কখনো কখনো আবার একাকীত্ব অনুভব করেন। প্রেমে ব্যর্থতা থাকে এবং থাকবেই। তাই বলে একবার ব্যর্থ হলে যে, বারবার হবেন, এমন ভাবার কোনো কারণ নেই। কাজেই, এই ধারণা মুছে না ফেললে সঙ্গী বা সঙ্গিনী পাবেন না।


> খুবই কাজপাগল মানুষ আপনি। জীবনের সবটুকু জুড়েই নিজের অফিস, ব্যবসা কিংবা অন্য কোনো কাজকে প্রাধান্য দেন। ফলে আপনাকে যার ভাল লাগে, সে কিছু বলবে না এই ভেবে যে, তার জন্য আপনার সময় নেই। কাজকে প্রাধান্য দেয়া অবশ্যই উচিৎ, তবে অবশ্যই প্রয়োজনের তুলনায় বেশি নয়।


> যদি আপনি প্রচুর পরিমাণে মদ্যপান বা ধূমপান করে থাকেন, তার জন্যেও আপনি সিঙ্গল হতে পারেন। অনুষ্ঠানে বা মাঝেমধ্যে খেলে ক্ষতি নেই, তবে কারোর মনে আপনার ছবি যদি নেশাগ্রস্থ হিসেবেই থেকে যায়, সেটা মোটেই ভাল হবে না। তাই মদ্যপান বা ধূমপানের অভ্যাস থাকলে তা যত দ্রুত সম্ভব ত্যাগ করার চেষ্টা করুন।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com