
বাড়ির কোনো সদস্যের ডায়াবিটিস থাকলে অনেকসময় পরিবারের ছোট সদস্যদেরও ডায়াবিটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে যায়। বাড়ির কোনো একজন সদস্যও যদি ডায়াবিটিসে আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রে পরিবারের ছোটদের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
ডায়াবিটিস থেকে কী ভাবে দূরে রাখবেন শিশুকে?
শিশুকে নিয়মিত দৌড়ঝাঁপ করান
এই আধুনিক জীবনে বাচ্চাদের খেলার মাঠের বদলে ভিডিও গেমের রিমোট হাতে বেশি দেখা যায়। যা শিশুর সঠিক বিকাশে বাধা দেয়। তাই প্রতিদিন অন্তত ঘণ্টাখানেক দৌঁড়ঝাপ করা উচিত।
শিশুর ওজন নিয়ন্ত্রণে রাখুন
বয়সের তুলনায় শিশুর ওজন যদি বেশি থাকে তাহলে সর্বপ্রথম নিয়ন্ত্রণে আনুন ওজন। প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে শিশুর উপযুক্ত একটি ডায়েট চার্ট বানিয়ে নিতে পারেন।
শিশুর খাদ্যতালিকা থেকে মিষ্টি জাতীয় খাবার কমান
চকোলেট হোক বা রসগোল্লা, বাচ্চারা মিষ্টি জাতীয় খাবাব খেতে সবসময়ই ভালবাসে। বাড়ির বড়দের খেয়াল রাখতে হবে যাতে শিশু অতিরিক্ত মিষ্টি খাবার না খেয়ে ফেলে।
বেশি করে ফল খাওয়ান
শিশুর সকালের প্রাতঃরাশে অন্যান্য পুষ্টিকর খাবারের সঙ্গে বেশি করে ফলও রাখুন।
সময়মতো খাবার খাওয়ান
শিশুর স্বাস্থ্যের যত্ন নিতেপ্রত্যেক দিন নির্দিষ্ট সময়ের মধ্যেই তাকে খাওয়ানোর চেষ্টা করুন। সময়মতো খাবার খেলে হজমজনিত সমস্যা থেকে দূরে থাকবে শিশু।
বিবার্তা/বাবর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]