শিরোনাম
বাড়িতেই বানান অরগ্যানিক আন্ডার আই ক্রিম
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৭, ১২:২৫
বাড়িতেই বানান অরগ্যানিক আন্ডার আই ক্রিম
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

আমাদের বয়স যতো বাড়তে থাকে ত্বকের টানটান ভাব ততো কমতে থাকে। যার ফলে চামড়া কুঁচকে যাওয়া, ভাজ পরা বা ঝুলে যাওয়া ইত্যাদি নানা সমস্যা তৈরি হয়। যা বলি রেখা বা বয়সের ছাপ হিসাবে পরিচিত। বিশেষ করে, বয়স ৩৫ পেরোলেই ছাপ পড়তে থাকে ত্বকে। নিয়মিত স্ট্রেস ও খাওয়া দাওয়ার অনিয়মের সাথে স্বাভাবিক ভাবে বয়স বাড়তে থাকলে তার ছাপ দেখা যায় চোখের চারপাশে। ফোলা ভাব, বলিরেখা দেখা দিলে বেশ বয়স্ক দেখায়।


এই বলিরেখা রুখতে বর্তমানে বাজারে বিভিন্ন আন্ডারআই ক্রিম পাওয়া যাচ্ছে। কিন্তু এগুলো ব্যবহার করলে অনেক সময়ই তা বিশেষ লাভজনক হয় না। তাই বাড়িতেই বানিয়ে নিতে পারেন অরগ্যানিক আন্ডারআই ক্রিম। আর নিমেষেই সমাধান করুন বলিরেখা সমস্যার।


যা যা লাগবে
ভিটানিমন ই ক্যাপসুল: ২টো (ত্বকে পুষ্টি জোগায়)
থাইম এসেনশিয়াল অয়েল: ২ ফোঁটা (কার্যকর অ্যান্টিঅক্সিড্যান্ট)
নারকেল তেল: ১ চা চামচ (ত্বক ময়শ্চারাইজ করতে সাহায্য করে)


যেভাবে লাগাবেন
তিনটি উপকরণ একসাথে মিশিয়ে নিন। চোখের চারপাশে দু’হাতের অনামিকা দিয়ে ক্লকওয়াইজ মোশনে ম্যাসাজ করুন। খেয়াল রাখবেন যেন চোখে ঢুকে না যায়। ভেজা পেপার টাওয়েল দিয়ে আলতো মুছে নিন। ঘুমোতে যাওয়ার ১-২ ঘণ্টা আগে মাখুন রোজ।


তবে হ্যাঁ, বলিরেখা সমস্যায় শুধু অরগ্যানিক আন্ডারআই ক্রিম লাগালেই চলবে না। জানতে হবে ঠিক কি কি কারণে চোখের কোলে বলিরেখা দেখা দেয় এবং এটি ভেতর থেকে কীভাবে প্রতিরোধ করা যায়।


যে কারণে চোখের কোলে বলিরেখা দেখা দেয়
১। কোষ বিভাজন ধীর গতিতে হতে থাকে। ফলে ডারমিস স্তর পাতলা হয়ে আসে।
২। ত্বকের সবচেয়ে গভীরের স্তর ঝুলে পড়ায় অন্য স্তরের ওপরও তার প্রভাব পড়ে।
৩। তৈল গ্রন্থি শুকিয়ে যেতে থাকে। ফলে ত্বক প্রয়োজনীয় তেল পায় না।


যেভাবে ঠিক করবেন এই সমস্যা?
বলিরেখার মোকাবিলা করতে হলে প্রথমেই বাদ দিতে হবে সেই সব বদভ্যাস যার কারণে বলিরেখা পড়ে। যদি সব সময়ই চোখের কোল ফোলা দেখায় তাহলে ডায়েটের দিকে নজর দিতে হবে। ত্বকে স্বাস্থ্যকর তেল লাগানোর পাশাপাশি ডায়েটে রাখতে হবে অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ খাবার।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com