শিরোনাম
মনের মানুষকে কীভাবে প্রোপোজ করবেন
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৭, ১৩:১৭
মনের মানুষকে কীভাবে প্রোপোজ করবেন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

যাকে ভালবাসেন তাকে আজ না হোক কাল ভালবাসার কথা তো বলতেই হবে।মন থেকে অনেক বেশি ভালোবেসে ফেলেছেন একজনকে। কিন্তু কিছুতেই তাকে বলতে পারছেন না মনের কথাগুলো। সবার চাইতে আলাদা ভাবে, অসাধারণভাবে চমকে দিতে ইচ্ছে করে প্রিয় মানুষটিকে। আর ভালোবাসার মানুষটিকে প্রেমের প্রস্তাবটাই এমন ভাবে দিতে হয় যেন সে মুগ্ধ হয়।


প্রেমের প্রস্তাব দেয়া শুনতে যতটা সহজ মনে হয় আসলে ঠিক ততটাই কঠিন। কীভাবে প্রস্তাব দেবেন, কীভাবে মুগ্ধ করবেন প্রিয় মানুষটিকে কিংবা কেমন হবে আপনার প্রস্তাব, কিন্তু কীভাবে বলবেন? কী বলে মন জয় করে নেবেন তার?


রইল প্রেম নিবেদনের ১০টি টিপস। এগুলো থেকে শিক্ষা নিন, অনুপ্রাণিত হোন। তারপর তৈরি করে নিন নিজের ভালবাসার সঠিক অভিব্যক্তি:


● একেবারে নিজস্ব স্টাইলে প্রোপোজ করুন। যেভাবে মনের কথা বললে নিজেকে সবথেকে বেশি আত্মবিশ্বাসী মনে হয়, সেই পথটিই বেছে নিন।


● অন্যতম সফল এবং পরীক্ষীত উপায়— ক্যান্ডেল লাইট ডিনার।



● প্রথমবার দু’জনের যেখানে দেখা হয়েছিল, সেখানে প্রিয় মানুষটিকে নিয়ে গিয়ে প্রোপোজ করুন।


● নিজের জন্মদিন, অথবা যাঁকে প্রোপোজ করতে চান তাঁর জন্মদিনে। কিম্বা ভ্যালেন্টাইনস ডে অথবা অন্য কোনও বিশেষ দিনে প্রোপোজ করুন।


● দু’জনে সিনেমা দেখতে যান। বিরতিতে নিজের মনের কথাটা বলে ফেলুন।


● মুখে বলতে নার্ভাস লাগছে। টি-শার্টেই মনের কথা লিখে প্রিয় মানুষটিতে জানিয়ে দিন।


● নিজেই বন্ধুবান্ধব অথবা কাছের কয়েকজনকে নিয়ে পিকনিকের আয়োজন করুন। পিকনিকে গিয়ে সুযোগ বুঝে একান্তে মনের কথাটা মনের মানুষকে বলে দিন।


● এফএম-এর লাইভ অনুষ্ঠানে ফোন করে প্রোপোজ করুন। যাঁকে প্রোপোজ করতে চান, তাঁকে আগে থেকে ওই অনুষ্ঠান শুনতে বলে রাখুন।


● মনের মানুষটি একটা কিছু উপহার দিন। ছোট উপহারের বাক্সের মধ্যেই নিজের মনের কথাটি লিখে রাখুন।


● যাঁকে প্রোপোজ করতে চান, তাঁকে কোনও নির্জন জায়গায় নিয়ে যান। আগে থেকে সেখানে এরকম কিছু ব্যবস্থা করে রাখুন। বন্ধুদের উপস্থিতিতেও করতে পারেন।


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com