শিরোনাম
করোনাকালে কেন বেশি সতর্ক হতে হবে অন্তঃসত্ত্বাদের?
প্রকাশ : ২০ জুন ২০২১, ১৩:২৬
করোনাকালে কেন বেশি সতর্ক হতে হবে অন্তঃসত্ত্বাদের?
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

অন্তঃসত্ত্বারা করোনায় সংক্রমিত হলে অনেক ক্ষেত্রেই বেশি সমস্যায় পড়ছেন। অন্তঃসত্ত্বাদের ক্ষেত্রে সব সময় অন্যদের মতো জ্বর, পেট ব্যথা বা অন্যসব কমন লক্ষণ নিয়ে করোনা ধরা পড়ছে না। ইতিমধ্যেই একথা জানিয়েছেন বহু চিকিৎসক। ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে গিয়ে শ্বাসকষ্টের সমস্যাসহ অন্য নানা রকম জটিলতাও দেখা গিয়েছে অনেক হবু মায়ের ক্ষেত্রে। এরই মধ্যে নতুন প্রজাতির ভাইরাস নিয়ে দুশ্চিন্তা বেড়েই চলছে। এসময়ে হবু মায়েদের আরো বেশি করে সচেতন হতে হবে।


করোনায় সংক্রমিত অনেক অন্তঃসত্ত্বা ফুসফুসের সমস্যায় ভুগেছেন বলে সমীক্ষায় জানা গিয়েছে। তাদের অনেকেরই শ্বাস নিতে সমস্যা হচ্ছে। এ সময়ে শরীরে এমনিতেই নানা ধরনের পরিবর্তন আসে। কারো কারো এমনিতেই অল্পে ক্লান্ত হয়ে পড়ার মতো পরিস্থিতি হয়। সেকারণেই সামান্য কোনো অসুস্থতা বড় আকার নিতে পারে।


ফলে বোঝাই যাচ্ছে অন্তঃসত্ত্বাদের বেশি করে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। করোনার প্রাথমিক কিছু উপসর্গের দিকে বিশেষ ভাবে নজর দিতে হবে পরবর্তীতে যাতে সঙ্কটে পড়তে হয় না।সংক্রমিত হয়ে থাকলে যেন শুরুতেই তা ধরা পড়ে- এর জন্য কয়েকটি কথা জেনে রাখা জরুরি।


১) কাশি- অল্প কাশিতেই সাবধান হওয়া ভালো। একবার পরীক্ষা করিয়ে নিলে তো ক্ষতি নেই। বরং দুশ্চিন্তামুক্ত হওয়া যায়।


২) বর্ষার সময়ে শরীর দুর্বল থাকলে মাঝে মাঝে শীত করে। তবে তা কাঁপুনির পর্যায় যাচ্ছে কিনা, খেয়াল রাখা দরকার।


৩) অন্তঃসত্ত্বাদের ক্ষেত্রে সব সময়ে আর পাঁচজনের মতো জ্বর, পেট ব্যথা দিয়ে করোনা ধরা পড়ছে না। এ ব্যাপারে খেয়াল রাখতে হবে।


৪) বহু অন্তঃসত্ত্বার ক্ষেত্রেই দেখা গিয়েছে সন্তানের জন্মের পরে জ্বর আসে। তার আগে পর্যন্ত পরিচিত কোনো উপসর্গ দেখা দেয় না।


৫) তবে অল্প জ্বর ভাব থাকতে পারে। গা ব্যথাও হতে পারে। সেসব লক্ষণ থাকলে উপেক্ষা না করাই ভাল।


বিবার্তা/অনামিকা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com