শিরোনাম
মেডিকেল মাস্ক মৃত্যুর সম্ভাবনা কমিয়ে দিচ্ছে ৮৭ শতাংশ, দাবি গবেষকদের
প্রকাশ : ১১ মে ২০২১, ১৬:৫৯
মেডিকেল মাস্ক মৃত্যুর সম্ভাবনা কমিয়ে দিচ্ছে ৮৭ শতাংশ, দাবি গবেষকদের
অনামিকা রায়
প্রিন্ট অ-অ+

যে কোনো মাস্ক নয়। পরতে হবে মেডিকেল মাস্ক। অতিমারীর হাত থেকে মাস্ক রক্ষা করতে পারে! এমন প্রশ্ন অনেকেই করছেন। সম্প্রতি একটি গবেষণায় জানা যাচ্ছে, মাস্ক পরা থাকলে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনা কমে যেতে পারে ৮৭ শতাংশ পর্যন্ত।


তবে যে কোনো মাস্ক নয়। পরতে হবে মেডিকেল মাস্ক। তার উপর আরেকটি কাপড়ের মাস্ক পরা যেতে পারে। এতে বাড়তি সুরক্ষা পাওয়া যাবে।


মার্কিন বিজ্ঞানীরা গবেষণার পর জানিয়েছেন, করোনা ইউকে ভ্যারিয়েন্ট সম্পূর্ণ রোধ করতে পারছে না একটি মেডিকেল মাস্ক। ফলে সেক্ষেত্রে দুটি মাস্ক অবশ্যই পরতে হবে।


গত ছয় মাস ধরে মার্কিন বিজ্ঞানীরা এই গবেষণা চালিয়েছেন। তবে কিছু ক্ষেত্রে ভাল কোয়ালিটির কাপড়ের মাস্কও কার্যকরী বলে প্রমাণিত।


করোনা এখন রূপ বদলে আরো বেশি ভয়ানক হয়েছে। এমন পরিস্থিতিতে মাস্ক না পরা কোনো ব্যক্তি নিজের ও পরিবারের লোকজনের জন্য বড় বিপদ ডেকে আনতে পারেন। দাবি বিজ্ঞানীদের।


বিবার্তা/অনামিকা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com