শিরোনাম
গরমকালে শরীরকে রোগ মুক্ত ও সুস্থ রাখতে ট্রাই করুন এই ৩ রকমের স্নান
প্রকাশ : ০২ মে ২০২১, ১৯:১২
গরমকালে শরীরকে রোগ মুক্ত ও সুস্থ রাখতে ট্রাই করুন এই ৩ রকমের স্নান
অনামিকা রায়
প্রিন্ট অ-অ+

গরমে ত্রাহি ত্রাহি অবস্থা সকলেরই৷ সারাদিনই ঘেমে নেয়ে স্নান৷ স্বস্তি পেতে দিনে ৩-৪ বার স্নান করেও রেহাই নেই৷ অসুস্থ হয়ে পড়ছেন? জেনে নিন গরমে স্নান করলে কেন অসুস্থ হয়ে পড়তে পারেন৷ এই নিয়মগুলো মাথায় রাখুন৷


গরমে ক্লান্তি কাটাতে অনেকেই স্টিম বাথ নেন৷ বেশি গরম জল ত্বক থেকে ন্যাচারাল অয়েল শুষে নেয়৷ ফলে ত্বক শুষ্ক হয়ে যায়৷ হালকা গরম জলে বা ঠান্ডা জলে স্নান করুন৷


গরমে ক্লান্তি দূর করতে অনেকক্ষণ ধরে স্নান করার অভ্যাস খারাপ বলে জানাচ্ছেন চিকিৎসকরা৷ বেশি সময় ধরে স্নান করলে একজিমার মতো চর্মরোগ হয়৷ গরম কাল হোক বা শীতকাল, স্নান কখনই ১০ মিনিটের বেশি করা উচিত নয়৷


বেশি ঘাম হয় বলে বা গায়ের দুর্গন্ধ দূর করতে অনেকেই বেশি সাবান মাখেন৷ বিশেষজ্ঞরা সব সময়ই অতিরিক্ত সাবান মাখতে বারণ করেন৷ অতিরিক্ত সাবান ত্বক থেকে ন্যাচারাল অয়েল শুষে নেয়৷ যার ফলে শরীর অসুস্থ হয়ে পড়তে পারে৷


অনেকক্ষণ ধরে যেমন স্নান করা উচিত নয়, তেমনই বার বার স্নান করাও ভুল বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা৷ দিনে ১-২ বারের বেশি স্নান করূবেন না৷


দিনের বেলা স্নান করার বদলে রাতে ঘুমোতে যাওয়ার আগে স্নান করুন৷ এতে শরীরের আর্দ্রতা যেমন বজায় থাকবে, তেমনই ঘুম খুব ভাল হবে৷ ফলে শরীর সুস্থ থাকবে৷


বাথরুম সবসময় পরিষ্কার রাখুন৷ গরেম ক্লান্তিতে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, ফলে স্নানের জায়গা সব সময় পরিষ্কার রাখুন৷ এতে হাইজিন বজায় থাকবে৷


গরমে জলকষ্টে কমবেশি সকলকেই ভুগতে হয়৷ তাই বেশি জলে স্নান করবেন না৷ জল বাঁচানোর চেষ্টা করুন৷ বালতি ভরে রাখুন৷ বাঁচানো জলেই স্নান করুন৷


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com