শিরোনাম
সচেতনতার পাঠ শুরু হোক বাড়ির শিশুটির
প্রকাশ : ২২ এপ্রিল ২০২১, ১৯:১৯
সচেতনতার পাঠ শুরু হোক বাড়ির শিশুটির
অনামিকা রায়
প্রিন্ট অ-অ+

প্রতি বছর বিশ্ব ধরিত্রী দিবস পালন হয় এক-একটি বিশেষ ভাবনা নিয়ে। তবে তাতে বিভিন্ন রূপে থাকে সবুজায়নের চেষ্টা। চারদিকে যখন অতিমারির সঙ্গে লড়তে ব্যস্ত সকলে, তখন বাড়ির শিশুকে দেওয়া যায় একটা সবুজ ভাবনায় ভরা দিন। একসঙ্গে আনন্দ করেই পরিবেশ সম্পর্কে কিছুটা সচেতনতার ছোঁয়া দেয়া যাক শিশুর মনে।


কীভাবে?


প্রথমত এমন যে একটা দিন পালন করা হয়, সে বিষয়ে কথা বলা দরকার তাদের সঙ্গে। তবেই মনে প্রশ্ন উঠবে কেন ধরিত্রীর কথা আলাদা করে ভাবা প্রয়োজন। তার পিঠে কথার মাধ্যমেই বুঝিয়ে বলা যায় জল নষ্ট না করা, এ দিক-সে দিকে প্লাস্টিক না ফেলার মতো কাজের কথা।


এ দিনটায় আনন্দও করা যেতে পারে একসঙ্গে। সকলে মিলে কয়েকটি গাছ লাগানো হোক বাড়িতে। এর জন্য বাগান থাকার প্রয়োজন নেই। বাড়ির বারান্দায় নিজের হাতে গাছ লাগানো শিখুক শিশুটি। তবেই সেই গাছের যত্ন করতে বেশি আগ্রহ জন্মাবে। অন্য গাছের প্রতি ভালবাসাও তৈরি হবে।


এমনই কিছু কাজের মাধ্যমে শিশুটি হয়ে উঠবে নিজের চারপাশ সম্পর্কে সচেতন।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com