শিরোনাম
আলমারিতে কীভাবে জামাকাপড় ঠিক রাখবেন? রইল টিপস
প্রকাশ : ২৩ মার্চ ২০২১, ১৭:৪২
আলমারিতে কীভাবে জামাকাপড় ঠিক রাখবেন?  রইল টিপস
অনামিকা রায়
প্রিন্ট অ-অ+

সাধারণত আমরা সুন্দর জামাকাপড় পরার দিকে বেশি নজর দিয়ে থাকি। কিন্তু আলমারি বা ওয়ার্ডরোবের মধ্যেও জামাকাপড় কীভাবে সুন্দর রাখব সেটা জেনে রাখাও দরকার। কারণ আলমারির ভেতরে জামাকাপড় পরিষ্কার এবং পোকা মুক্ত থাকাটাও প্রয়োজন। তাই আলমারি পরিষ্কার রাখার পাশাপাশি ঠিক রাখা প্রয়োজন তাতে থাকা জামাকাপড়ও।


অপরিবর্তনীয় দাগ এড়াতে ডিটারজেন্ট বা ক্লিনজার দিয়ে পোশাক পরিষ্কার করুন আলমারি। এতে সঙ্গে সঙ্গে দাগ উঠে যায়। কোণে এবং ক্রাভাইসে ধুলো জমে যাওয়ার কারণে ওয়ার্ডরোব বা আলমারি দাগ হয়ে যায়।


ঘাম, চুল এবং শরীরের তেল পোশাকের উপর থাকে। বেশিরভাগ ক্ষেত্রে পতঙ্গগুলি উলের জামাকাপড়ের উপর থেকে যায়। এক্ষেত্রে আলমারিতে বিভিন্ন সুগন্ধি রাখা যেতে পারে। রোজমেরি, লবঙ্গ, ল্যাভেন্ডার বা তেজপাতাগুলি একটি ছোট কাপড়ের ব্যাগের মধ্যে রাখুন। আপনার পোশাকের মধ্যে বা ড্রয়ারগুলিতে ঝুলিয়ে রাখুন।


প্রত্যেকটি জামাকাপড় সঠিকভাবে ভাঁজ করে রাখুন। তবে সব জামা কাপড়ের ইস্ত্রি করা বা ভাঁজ করার প্রয়োজন হয় না। কিছু জামাকাপড়ের জন্য বায়ু মুক্ত প্রবাহের প্রয়োজন। হ্যাঙ্গারের সাহায্যে জামাকাপড় ঝুলিয়ে রাখতে পারেন। কাঠের হ্যাঙ্গারগুলি জামাকাপড় রাখুন। এতে আপনার কাঁধের আকৃতি বজায় থাকবে।


আলমারিতে নির্দিষ্ট তাকে জামাকাপড় রাখুন। উপরের দিকে রাখুন সোয়েটার বা উলের জামা। প্রয়োজনীয় জামাকাপড় হাতের কাছে রাখুন। তাতে আলমারি অগোছালো হবে না।


ল্যাভেন্ডার এবং এসেন্সিয়াল ওয়েল ব্যবহার করলে আলমারিতে জামাকাপড়ের গন্ধ ভাল হবে, পোকা মাকড়ও থাকবে না।


বিবার্তা/অনামিকা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com