শিরোনাম
সপ্তাহান্তে বই পড়ার চক্র বসালে লাভ হবে বাড়ির শিশুরই
প্রকাশ : ১১ মার্চ ২০২১, ২০:১১
সপ্তাহান্তে বই পড়ার চক্র বসালে লাভ হবে বাড়ির শিশুরই
অনামিকা রায়
প্রিন্ট অ-অ+

সন্তানকে সময় দেয়া না দেয়া নিয়ে সঙ্কটে দিন কাটান বহু কর্মরতা মা। এই সমস্যা নতুন নয়, বিশেষত এই ব্যস্ত শহরে। ফলে ছুটির দিনে শপিং মলে নিয়ে যাওয়া, নিত্য নতুন জিনিস কিনে দিয়ে শিশুকে খুশি রাখার মতো চেষ্টাও চালিয়ে যান অধিকাংশ শহুরে মা-বাবাই। তাতে ক্লান্তি বাড়ে। সপ্তাহের একটি মাত্র ছুটির দিনে সব সময়ে যে অত দৌড় সয় না সকলের। আর এত দৌড়েও যে বাড়ির শিশুটির মন সব সময়ে ভরে, এমনও নয়। চাহিদা বাড়তেই থাকে। তবে এই দৌড়ের থেকে বিশ্রাম নেয়ার একটা সহজ উপায় আছে। যাতে বাবা-মা এবং সন্তান, দু’পক্ষেরই মন ভরবে। ফিরিয়ে আনুন বই পড়ে শোনানোর অভ্যাস।


সপ্তাহান্তে এক থেকে দু’ঘণ্টা থাকুক শুধুই সকলে মিলে বই পড়ার জন্য। তাতে রোজ নতুন বিনোদনের ব্যবস্থা খুঁজতে হবে না। আবার বাড়ির শিশুটিরও মন ভাল থাকবে। কারণ, বই পড়লে শুধু মনটা আটকেই থাকে না এক জায়গায়, সঙ্গে আরও বেশ কিছু উপকার করে এই অভ্যাস। জেনে নিন কী কী—


· নতুন শব্দের সঙ্গে পরিচয় ঘটে শিশুর


· ভাবনা-চিন্তার বিকাশ ঘটতে শুরু করে


· অচেনা বিষয় সম্পর্কেও শোনার অভ্যাস হয়


· গল্প, সাহিত্যের মূল্য বুঝতে শেখে ছোট থেকেই


ফলে এমন ভাবার কারণ নেই যে, সন্তানকে আনন্দ দিতে পারে শুধু নতুন জিনিসপত্রই। বরং সপ্তাহান্তে একসঙ্গে বসে বই পড়ার অভ্যাস শিশুকে বোঝাতে পারে যে, পড়াশোনা আনন্দেরও হতে পারে!


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com