শিরোনাম
শুধু ফ্যাশন নয়, শহরের গরমে লিনেন পরার অন্য সুবিধাও আছে
প্রকাশ : ০৭ মার্চ ২০২১, ২২:০৬
শুধু ফ্যাশন নয়, শহরের গরমে লিনেন পরার অন্য সুবিধাও আছে
অনামিকা রায়
প্রিন্ট অ-অ+

শুধু ফ্যাশন নয়, লিনেনের আরো কিছু গুণ রয়েছে জেনে নেওয়া যেতে পারে, লিনেনের সেই সব গুণ।


বসন্ত আসতে না আসতেই যে হারে তাপমাত্রা বাড়তে শুরু করেছে, তাতে পোশাক নিয়ে ভাবনা সবার আগে মাথায় আসে। গ্রীষ্মের সব থেকে পছন্দের পোশাকের তালিকায় রয়েছে লিনেন। শুধু ফ্যাশন নয়, লিনেনের আরও কিছু গুণ রয়েছে, যা আবহাওয়ার পক্ষে একান্ত উপযোগী।


জেনে নেয়া যেতে পারে, লিনেনের সেই সব গুণ।


১. তাপমাত্রা নিয়ন্ত্রণ– লিনেনের পোশাক তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এই কাপড়ের পোশাক আপনার শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে।


২. আর্দ্রতা– লিনেনের পোশাক শরীরের আর্দ্রতাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এই ধরনের পোশাকে শরীর থেকে ঘাম সহজেই বেরিয়ে যেতে পারে।


৩. তাপ পরিবাহী– ঠান্ডা রাখার সঙ্গে সঙ্গে লিনেন ভাল তাপ পরিবহণও করতে পারে। এর ফলে শরীরে গরম জমতে পারে না। কাপড়ের মাধ্যমে বেড়িয়ে যায় তাপ।


৪. তাপ প্রতিফলন ক্ষমতা– লিনেন তাপ প্রতিফলনও করতে সক্ষম। এর ফলে অনেকটা তাপ ঢুকতেই পারেনা শরীরের ভেতরে।


লিনেন অন্যান্য কাপড়ের পোশাক যেমন অন্যান্য সুতির কাপড়, সিল্ক ইত্যাদির থেকে কমপক্ষে ৩ থেকে ৪ ডিগ্রি কম তাপমাত্রা রাখতে সাহায্য করে। এছাড়াও লিনেন পোশাক শ্বাসপ্রশ্বাসের জন্যেও ভাল।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com