শিরোনাম
চুমুকে কাটিয়ে ফেলুন শীতবোধ, বাড়িয়ে নিন রোগ প্রতিরোধ ক্ষমতাও
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২১, ১৭:৪৯
চুমুকে কাটিয়ে ফেলুন শীতবোধ, বাড়িয়ে নিন রোগ প্রতিরোধ ক্ষমতাও
অনামিকা রায়
প্রিন্ট অ-অ+

ফিটনেস আর স্বাস্থ্যকর আত্মবিশ্বাস কিন্তু, যে কোনো সময় হস্তগত হতে পারে আপনার। খাটুনি নেই তেমন। আয়েস করে বাড়িতে বসে মুখের কাছে এগিয়ে দেয়া পানীয়তে চুমুক দিয়েও হয়ে উঠতে পারেন নীরোগ। শীতের আয়েস মাথায় রেখেই পুষ্টিবিদরা সাজিয়ে দিলেন তিনটি বলবর্ধক পানীয়। যা খেয়ে শীতবোধ তো কমবেই, বাড়বে রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতাও।


সোনালি দুধ


দুধের সঙ্গে হলুদ দিয়ে তৈরি সোনালি রঙের স্বাস্থ্য পানীয়। তবে শুধু দুধ আর হলুদ নয়, পুষ্টিগুণ সম্পন্ন নানা ভেষজ আর মশলা যেমন দারুচিনি, আদা, কালো মরিচও থাকবে এই পানীয়তে। প্রত্যেকটি উপাদানই অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ। যা সাধারণ ঠাণ্ডা লাগার হাত থেকে দূরে রাখে শরীরকে। সার্বিক স্বাস্থ্যের উন্নতিও ঘটায়। এই শীতে ঠাণ্ডা লেগে যদি কারও কাঁচা সর্দির সমস্যা হয়, তবে তার জন্য অব্যর্থ এই পানীয়।


টমেটো স্যুপ


জিভে জল এলো তো! মনে মনে ভাবছেন চেনাশোনা জিভে জল আনা স্যুপ যে স্বাস্থ্যও ভাল রাখতে পারে, জানা ছিল না তো। পুষ্টিবিদ জানাচ্ছেন, শুধু স্বাস্থ্য ভাল রাখাই নয়, ওজন ঝরাতেও বেশ উপযোগী টমেটো স্যুপ। ভিটামিন এ, বি, সি তো আছেই। তার সঙ্গে সোডিয়াম, সালফার, জিঙ্ক, পটাসিয়ামের মতো খনিজ উপাদানও থাকে এই স্যুপে। দিনে একবার এক বাটি টমেটো স্যুপ শরীরকে ভিতর থেকে উষ্ণ রাখতে সাহায্য করে। ওজন ঝরাতে কাজে দেয়। ভাল রাখে হৃদযন্ত্রের স্বাস্থ্যও।


আদা দিয়ে চা


আয়ুর্বেদে আদার কদর বরাবর। কারণ আদায় থাকা পুষ্টি উপাদান জিঞ্জারল আমাদের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হজম সমস্যাকে দূরে রাখে, প্রদাহ রোধ করে। এই জিঞ্জারল আসলে অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর একটি উপাদান, যার ঔষধি গুণ শরীরকে সার্বিক ভাবে ভালো রাখে। রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে, হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে। দিনে একবার বা দুবার মধু সহযোগে আদা চা, যেমন ঠাণ্ডায় শরীর ভাল রাখবে, তেমনই ভিতর থেকেও যোগাবে সুস্থতা।


বিবার্তা/অনামিকা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com