শিরোনাম
ছেলেদের আবেগ নিয়ে কিছু কথা
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৬, ১০:৪২
ছেলেদের আবেগ নিয়ে কিছু কথা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

• ছেলেরা মেয়েদের চেয়েও বেশি আবেগপ্রবণ হয়, যদি সে সত্যিকারে কাউকে ভালোবাসে।


• একটা ছেলে সারাদিন অনেক মেয়ের সাথে ফ্লার্ট করতে পারে কিন্তু, দিনের শেষে যখন সে ঘুমাতে যায় তখন তার মনের মানুষের কথাই ভাবে।


• ভালোবাসার মানুষের একটু হাসির জন্য অনেক কিছুই করতে পারে।


• ছেলেটা সব সময়ই চাইবে তার ভালোবাসার মানুষ শুধু তার সাথেই সারাক্ষণ কথা বলুক।


• যদি ছেলেটা কখনো তার সমস্যার কথা বলে তার মানে শুধু এটাই যে, সে চায় তার ভালোবাসার মানুষ তার কথা শুনুক। কোন উপদেশ বা অন্য কিছুর জন্য নয়।


• ছেলেরা আসলেই অনেক বেশি আবেগপ্রবণ যতটা না কেউ ভাবে।


• শুধুমাত্র মেয়েরাই ছেলেদের একমাত্র দুর্বলতা।


• ছেলেটি যদি বলে আমাকে একটু একা থাকতে দাও এর মানে হচ্ছে ‘আপনি তাকে ছেড়ে যাবেন না, কাছেই থাকুন’।


• এটা ঠিক ছেলেরা হয়তো নিজের সব ভুল নিজেরা দেখতে পারে না (সব মানুষী এমন কম এর বেশি) হয়তো একটু একগুঁয়ে হয়, কিন্তু একজনের কাছেই সে নিজের সব ভুল মাথা নুইয়ে স্বীকার করে নিবে যাকে সে ভালোবাসে।


• যখন একটা ছেলে রাত জেগে সময়, ঘুম বা স্বাস্থ্য কোন কিছুর কথা না ভেবে কারো সাথে কথা বলে, তখন এটাই ভাবা উচিৎ যে সে তাকে অনেক বেশি পছন্দ করে এবং সবসময় তার কাছে থাকতে চায়।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com