শিরোনাম
বায়ূদূষণ থেকে বাঁচার উপায়
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২০, ১৬:২৩
বায়ূদূষণ থেকে বাঁচার উপায়
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বৈশ্বিকভাবে বায়ুদূষণ পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এয়ার ভিজুয়ালের তথ্য মতে ঢাকার বাতাসে দূষণের মাত্রা ‘চরম অস্বাস্থ্যকর’।


জনস্বাস্থ্য সুরক্ষায় বড় হুমকি বায়ুদূষণ। এমনকি এটি মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এ দূষিত বায়ুর কারণে সর্দিকাশি, এলার্জি, ফুসফুসের সংক্রমণ, শ্বাসকষ্ট, স্ট্রোক, মানসিক অবসাদ, হৃদরোগ ও নিউমোনিয়ার মতো নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।


বায়ুদূষণ থেকে রেহাই পেতে বিশেষজ্ঞদের রয়েছে বিভিন্ন পরামর্শ:


বাতাসে ক্ষতিকারক উপাদান ছড়াতে পারে এমন জ্বালানি ব্যবহার বন্ধ ও নিষিদ্ধ করতে হবে।


বায়ুতে রাস্তার ধুলাবালি কমাতে নিয়মিত পানি ছিটানোর ব্যবস্থা করতে হবে।


ক্ষতিকর রাসায়নিক ব্যবহার বন্ধ বা কমানোর ব্যবস্থা করতে হবে।


রাস্তা নির্মাণ বা মেরামতের কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করতে হবে।


বেশি বেশি গাছ লাগাতে হবে, পরিবেশ বান্ধব ইটভাটা, যানবাহন ও শিল্প-কারখানা গড়তে হবে।


আর বাড়িতে বায়ুদূষণ থেকে বাঁচতে:


নিয়মিত ঘর পরিষ্কার করতে হবে।


ঘরে ধূমপান করা যাবে না।


বাড়ির জানালায় পর্দা দিয়ে রাখুন।


রোদ এবং বাতাস চলাফেরার ব্যবস্থা রাখুন।


বিছানার চাদর-বালিশের কভার প্রতি সপ্তাহে ধুয়ে নিতে হবে।


রান্নাঘরে গ্যাসের চুলা নিয়মিত চেক করুন।


পর্যাপ্ত বাতাস যেন আসতে পারে।


মেঝের কার্পেট ও শীতে কম্বল ব্যবহার না করাই ভালো, এগুলোতে ধুলা টানে।


জুতা দরজার বাইরে রাখার ব্যবস্থা করুন।


রাস্তায় বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।


বিবার্তা/সোহেল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com