শিরোনাম
শিশুর অতিরিক্ত ওজন যে রোগের ঝুঁকি বাড়ায়
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৯, ১১:৪২
শিশুর অতিরিক্ত ওজন যে রোগের ঝুঁকি বাড়ায়
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

অতিরিক্ত ওজন বড়দের জন্য যেমন ক্ষতিকর তেমনি শিশুদের জন্যও। শিশুদের অতিরিক্ত ওজনের কারণে অনেক ধরনের স্বাস্থ্য সমস্যা হতে পারে।


গবেষণায় দেখা গেছে, অধিক ওজনের শিশুদের বিশেষ কোনো খাবার থেকে অ্যালার্জি বা একজিমাতে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে।


‘জার্নাল অফ অ্যালার্জি অ্যান্ড ক্লিনিকাল ইমিউনোলজি’তে প্রকাশিত এ গবেষণার জন্য গবেষকরা পর্যালোচনা করেছেন মানবশিশুর ওপর করা একাধিক গবেষণার তথ্য।


অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ অ্যাডেলাইডা’র অধ্যাপক ক্যাথি গ্যাটফোর্ড বলেন, ১৫ হাজারেরও বেশি গবেষণা বাছাই করে ৪২টি গবেষণা থেকে প্রায় ২০ লাখ অ্যালার্জিতে আক্রান্তের তথ্য পাওয়া গেছে।


তিনি আরো বলেন, গবেষণায় দেখা যায়, জন্মের সময় শিশুর ওজন স্বাভাবিকের চাইতে এক কিলোগ্রাম বেশি হলে তার খাবারে অ্যালার্জি দেখা দেয়ার আশঙ্কা বাড়ে ৪৪ শতাংশ আর একজিমাতে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে ১৭ শতাংশ। প্রতি কিলোগ্রাম বাড়তি ওজনের সঙ্গে ঝুঁকির হার বাড়তে থাকে একই হারে।


গ্যাটফোর্ড বলেন, বিশ্ব প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ মানুষ একজিমা, খাবারে অ্যালার্জি, হাঁপানিতে আক্রান্ত। শুধু জিনতত্ব দিয়ে অ্যালর্জির ব্যাখ্যা দেয়া সম্ভব নয়। জন্মের আগে ও পরে শিশুর আশপাশের পরিবেশ তার অ্যালর্জিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাকে অনেকাংশে প্রভাবিত করে বলেও জানান তিনি।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com