শিরোনাম
ব্রণ-মেছতার দাগ দূর করার সহজ উপায়
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৯, ১৮:১৬
ব্রণ-মেছতার দাগ দূর করার সহজ উপায়
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

অনেক সময় মুখে ছোপ ছোপ দাগ দেখা দেয়। যা মেছতা নামে পরিচিত। এসব দাগ নিয়ে অনেকেই বিব্রত অবস্থায় থাকেন। কারণ এই দাগ মুখের সৌন্দর্য অনেকটাই নষ্ট করে দেয়। সৌন্দর্যের গুরুত্বপূর্ণ একটি শর্ত হল নিখুঁত মুখের ত্বক।


ব্রণের দাগ দূর করতে যা করবেন-


১.প্রতিদিন ব্রণের দাগের উপরে মধু লাগাতে পারেন। এতে দাগ ফিকে হয়ে আসবে। তবে মধু ব্যবহারে কোন পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা সে ব্যাপারে খেয়াল রাখতে হবে।


২.তৈলাক্ত ও সাধারণ ত্বকের দাগ দূর করার জন্য শশার রস, আলুর রস খুবই উপকারি। শশার রস, আলুর রস দিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। প্রতিদিন এই পদ্ধতিতে ত্বকের যত্ন নিতে পারলে উপকার পাবেন।


৩.শুধুমাত্র তৈলাক্ত ত্বকের দাগ দূর করতে টক দই, লেবুর রস ও আটা মিশিয়ে প্যাক তৈরি করে নিন। সপ্তাহে দু’দিন এটি ব্যবহার করুন। ফল পাবেন খুব তাড়াতাড়ি।


৪.অ্যালোভেরার রস প্রতিদিন ব্রণের দাগের উপর লাগালে দ্রুত তা ফিকে হয়ে মিলিয়ে যাবে।


৫. তৈলাক্ত ত্বকে মুলতানি মাটি, লেবুর রস ও টকদই মিশিয়ে ব্যবহার করুন। এতে উজ্জ্বলতা বাড়বে, দাগও কমবে।


৬. যে কোন ত্বকের দাগ কমাতে পাকা কলার পেস্ট ব্যবহার করতে পারেন।


৭. রসুন ও লবঙ্গের মিশ্রণ করে প্রতিদিন রাতে ঘুমানোর আগে লাগিয়ে নিন। সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন।


মেছতার দাগ দূর করুন এভাবে-


১. নিয়মিত লেবুর রস মুখে লাগাতে পারেন।


২. গুঁড়া দুধ ও গ্লিসারিন মিশিয়ে ব্যবহার করতে পারেন।


৩. আমন্ড অয়েল ও মধু মিলিয়ে মুখে হালকা করে ঘষুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। উপকার পাবেন।


৪. কমলা লেবুর খোসা গুঁড়া করে তার সঙ্গে দুধ মিশিয়ে নিয়মিত ব্যবহার করতে পারেন। দ্রুত ফল পাবেন।


৫.মেছেতার জায়গায় লেবুর রস, সামান্য ভিনেগার ব্যবহার করা যেতে পারে। কেউ চাইলে এর সঙ্গে অল্প পরিমাণে পানি মিশিয়ে নিতে পারেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com