শিরোনাম
যে কারণে ছেলেরা প্রেমে পড়ে না
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৯, ১৫:৪৯
যে কারণে ছেলেরা প্রেমে পড়ে না
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রেম বা সম্পর্ক নিয়ে এক একজন এক এক রকমের মত পোষণ করেন। কেউ কেউ মনে করেন প্রেমে জড়িয়ে পড়লে হয়তো স্বাধীনতা হারিয়ে যাবে। হারিয়ে যেতে পারে জীবনের স্বাভাবিক ছন্দও। এমন ধারণা থেকে অনেকেই প্রেমে জড়াতে অনীহা প্রকাশ করেন।


শুধুমাত্র জীবনযাপনের স্বাধীনতার প্রশ্নেই নয়, এমন বেশ কিছু যুক্তিতে অধিকাংশ ছেলেরাই একা থাকতে পছন্দ করেন।


মার্কিন মনোবিজ্ঞানী অধ্যাপক লিসা ফায়ারস্টোন জানান, সোশ্যাল মিডিয়ায় ২০ হাজারেরও বেশি ‘সিঙ্গেল’ পুরুষের ওপর সমীক্ষা চালানো হয়েছে। এতে তাদের মতামত সংগ্রহ করে যে উত্তরগুলো পাওয়া গেছে, সেগুলোকে ৪৩টি বিভাগে ভাগ করা হয়েছে।


এ উত্তরগুলো বিশ্লেষণ করে মনোবিজ্ঞানীরা প্রধান ছয়টি কারণ জানতে পারেন। মার্কিন পত্রিকা ‘ইভলিউশনারি সাইকোলজিকাল সায়েন্স’-এ প্রকাশিত হয়েছে ছেলেদের ‘সিঙ্গেল’ থাকার পেছনের ছয়টি কারণ। সেগুলো হলো-


১) ছেলেদের প্রেমে জড়ানোর ক্ষেত্রে মূলত আত্মবিশ্বাসের অভাব বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই তারা একা থাকতে চায়।


২) অনেকে বলেছেন, সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা খুব বেশি মাথা ঘামাতে চান না। এজন্য সম্পর্ক থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন ছেলেরা।


৩) অনেকে বলেছেন, সম্পর্ক গড়তে তাদের কোনো রকম ইচ্ছেই নেই। তবে এ সংখ্যাটা একেবারেই কম।


৪) সমীক্ষায় ৬৬০ জনেরও বেশি অংশগ্রহণকারীর উত্তর ছিল-তারা দেখতে ভালো নয় বলে একা থাকতে চান। অর্থাৎ আত্মবিশ্বাসের অভাব বা হীনমন্যতার কারণে এ সব ছেলেরা কোনো রকম সম্পর্কে জড়াতে চান না।


৫) অনেকে তাদের ভেঙে যাওয়া সম্পর্ককে কারণ হিসেবে দেখিয়েছেন। তারা নারীদের আর বিশ্বাস করতে পারেন না, সেটাও বলেছেন।


৬) সব থেকে গুরুত্বপূর্ণ কারণ, অনেক পুরুষই নাকি খুব ইন্ট্রোভার্ট ও লাজুক। তাই মেয়েদের সাথে কথা বলার ক্ষেত্রে জড়তা অনুভব করেন। আর এ জন্যই তারা একা থাকতে পছন্দ করেন।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com