শিরোনাম
রোজ একটি করে চুমু খান, বেশি দিন বাঁচুন!
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৯
রোজ একটি করে চুমু খান, বেশি দিন বাঁচুন!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রতিদিন যদি একটি করে চুমু খেলে বেশিদিন বাঁচা যায়, তাহলে বিষয়টা কেমন হয়? অথচ চিকিৎসকরা রোমাঞ্চকর জীবন ধারণের জন্য কতই না পরামর্শ দিয়ে থাকেন।


সম্প্রতি বিজ্ঞানীদের গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। তাতে বলা হয়, প্রতিদিন প্রিয়জনকে বা পছন্দের মানুষকে সুন্দর করে একটি চুমু খেলেই আপনি সুস্থ থাকবেন।


খুব কাছের কোনো মানুষকে ভালোবেসে চুমু খেতে পারলে তার কী কী উপকার পাবেন, জেনে নিন-


রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে


প্রতিদিন চুমু মনের চাপ কমায়, ফলে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে। হার্টরেট ঠিক থাকে এবং হার্টের কোনো রকম সমস্যা থেকেও দূরে রাখে।


ত্বকে বয়সের ছাপ পড়ে না


যারা নিয়মিত চুমু খান, তাদের ত্বকে বয়সের ছাপ অনেক পরে আসে। এমনকি মুখে বলিরেখাও কম পড়ে।


মাথাব্যথা কমায়


একটা আদুরে চুমুতেই যে কোনো রকম মাথাব্যথা বা খিঁচ ধরা ব্যথা ওষুধ ছাড়াই অনায়াসে সেরে যায়।


স্ট্রেসমুক্ত থাকা যায়


একটা গভীর চুম্বনে জীবনের যাবতীয় স্ট্রেস থেকে দূরে থাকা যায়। কারণ চুমু খাওয়ার সময় আমাদের দেহ থেকে অক্সিটোসিন হরমোনের ক্ষরণ হয়। যার প্রভাবে মন রিল্যাক্সড থাকে।


ক্যালোরি বার্ন করতে


প্রচুর হেঁটে ও কড়া ডায়েট করেও এনার্জি কমছে না! চিন্তা নেই। শুধু এককি চুমুতেই ১২০ কিলো ক্যালোরি বার্ন করা সম্ভব।


অ্যালার্জি প্রতিরোধে


চিংড়ি খেতে কারো কারো অ্যালার্জি হয়। কিন্তু চুমু খেতে কারো অ্যালার্জি আছে- এমন কথা কখনো শোনা যায়নি। একমাত্র চুমু খেলেই রক্তে অ্যালার্জি প্রতিরোধক অ্যান্টিবডি তৈরি হয়। ফলে চোখ দিয়ে পানি পড়া, নাক দিয়ে পানি পড়া এবং হাঁচি বন্ধ হয়।


ফুসফুসের রোগ হয় না


যদি আপনি নিয়মিত চুমু খান, তাহলে ফুসফুসের ক্যান্সার বা অন্য কোনো রকম সংক্রমণ থেকে অনেকটাই দূরে থাকা যায়। এছাড়াও চুমুতে ফুসফুস শক্তিশালীও হয়।


দাঁতের সমস্যা দূর


দাঁতের ক্যাভিটির সমস্যায় ভুগছেন? তাহলে নিশ্চিন্তে চুমু খান প্রতিদিন। চুমু খাওয়ার সময় যে স্যালিভা নির্গত হয়, তার মধ্যে নিউট্রালাইজেস অ্যাসিড থাকে। যা মুখের খারাপ ব্যাকটেরিয়াগুলোকে ধুয়ে মুখ পরিষ্কার করে।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com