শিরোনাম
মশার ওষুধ আনতে গড়িমসি, স্থানীয় সরকার সচিবকে তলব
প্রকাশ : ০১ আগস্ট ২০১৯, ১৩:১১
মশার ওষুধ আনতে গড়িমসি, স্থানীয় সরকার সচিবকে তলব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মশার ওষুধ মানতে গড়িমসি করায় স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদকে তলব করেছেন হাইকোর্ট।


বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ২টায় তাকে সরাসরি হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।


বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সায়রা ফাইরোজ।



ঢাকায় ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ার পর গণমাধ্যমে আসা প্রতিবেদন বিবেচনায় নিয়ে গত ১৪ জুলাই হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে রুলসহ অন্তর্বর্তী আদেশ দিয়েছিলেন।


ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তাকেও তলব করা হয়েছিল।


রাজধানীসহ সারা দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। ইতোমধ্যে অর্ধশতাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে।


গত ১ থেকে ৩১ জুলাই পর্যন্ত এক মাসে ১৪ হাজার ৯৯৬ রোগী চিকিৎসা নিয়েছেন। আর মঙ্গলবার থেকে বুধবার ২৪ ঘণ্টায় এক হাজার ৪৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


চলতি বছরের ৭ মাসে ১৭ হাজার ১৮৩ জন। সরকারি হিসাবে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪ জনের। তবে বেসরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে।



বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com