
রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭১ জন মারা যাওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ পিছিয়েছে। ২৯ আগস্ট এ মামলার নতুন তারিখ ঠিক করেন আদালত।
বৃহস্পতিবার (১৮ জুলাই) মামলাটির প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারণ ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার ওসি মোরাদুল ইসলাম প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।
২ এপ্রিল ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে মো. হাসান এবং সোহেল ওরফে শহীদ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ৮ এপ্রিল এ দুই আসামির সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৬ এপ্রিল রিমান্ড শেষে এ দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
২০ ফেব্রুয়ারি রাতে চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে ৭১ জন মারা যায়। এ ঘটনায় আসিফ নামের এক ব্যক্তি চকবাজার মডেল থানায় একটি মামলা করেন।
বিবার্তা/রবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]