শিরোনাম
১০৫ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
প্রকাশ : ০৭ জুলাই ২০১৯, ১৯:২৬
১০৫ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সুপ্রিম কোর্টের ১০৫ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগ দিয়েছে সরকার।


রবিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


রাষ্ট্রপতির আদেশক্রমে ‘দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার ১৯৭২-এর ৩ (১) অনুচ্ছেদ’ অনুযায়ী, সুপ্রিম কোর্টের ১০৫ জন আইনজীবীকে পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হলো। এর আগে নিয়োগ পাওয়া ৫২ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে বহাল রাখা হয়েছে।


আদেশে আরো বলা হয়, ২০১৭ সালের ১২ জুন ২৭ জন এবং ১৯ অক্টোবর ২৫ জন নিয়োগপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি-জেনারেল স্বপদে বহাল থাকবেন এবং আগের সব নিয়োগপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি-জেনারেলের নিয়োগাদেশ বাতিল করা হলো।


এ নিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের সংখ্যা দাঁড়াল ১৫৭ জনে। বর্তমানে একজন অ্যাটর্নি জেনারেল, দু’জন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল রয়েছেন।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com