শিরোনাম
রূপায়ন গ্রুপের চেয়ারম্যানের জামিন আবেদন মঞ্জুর
এফআর টাওয়ারে আগুন
প্রকাশ : ২৩ জুন ২০১৯, ১৪:২০
রূপায়ন গ্রুপের চেয়ারম্যানের জামিন আবেদন মঞ্জুর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের মামলায় ভবনটির নির্মাণকারী প্রতিষ্ঠান রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।


রবিবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর তার জামিন মঞ্জুর করেন।


এর আগে আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন তিনি।


লিয়াকত আলী খান মুকুলের আইনজীবী এসকে আবু সায়ীদ বলেন, তার বয়স ৬০ অধিক, এছাড়াও তিনি অসুস্থ। এ মামলায় এজাহারভুক্ত আসামিরা জামিন পেয়েছেন। মামলাটি জামিনযোগ্য হওয়ায় আমরা তার জামিন প্রার্থনা করছি।


অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন।


উভয়পক্ষের শুনানি শেষে ২০ হাজার টাকা মুচলেকায় জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।


বনানী থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের এসআই রকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।


মামলার আসামিরা হলেন ভবনের বর্ধিত অংশের মালিক তাসভির উল ইসলাম, জমির মালিক প্রকৌশলী এসএমএইচআই ফারুক ও রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান। এছাড়া এফআর টাওয়ারের ব্যবস্থাপনা কমিটির নেতাসহ অজ্ঞাতনামা আসামি করা হয়।


রূপায়ন গ্রুপের চেয়ারম্যানের জামিনের মাধ্যমে এই মামলার মূল আসামিরা সবাই জামিন পেলেন।


বিবার্তা/আকবর


>> এফআর টাওয়ারে আগুন: অর্ধশতাধিক উদ্ধার, নিহত ৪

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com