শিরোনাম
বিচার বিভাগ স্বাধীন থাকা উচিত: আইনমন্ত্রী
প্রকাশ : ২১ জুন ২০১৯, ২১:২৪
বিচার বিভাগ স্বাধীন থাকা উচিত: আইনমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জনগণের উন্নয়নের জন্য বিচার বিভাগ স্বাধীন থাকা উচিত।


শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট(আইডিইবি) ভবন মিলনায়তনে ঢাকাস্থ কসবা উপজেলা সমিতির দেয়া এক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।


‘রাষ্ট্রের প্রতিটি অঙ্গে সরকার হস্তক্ষেপ করছে’- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর মন্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে বিচার বিভাগ সর্ম্পূণ স্বাধীনভাবে কাজ করছে।


আমরা বিশ্বাস করি, জনগণের উন্নয়নের জন্য বিচার বিভাগ স্বাধীন থাকা উচিত। এ বিষয়ে যা করণীয় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা করছেন।


আইনমন্ত্রী বলেন, বিএনপি বাকোয়াস করতে খুব ভালোবাসে। বাকোয়াস করাই তাদের কাজ। তাদের বাকোয়াসবাজি কেউ বিশ্বাস করে না।


তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছরেও কোনো থানায় এ নিয়ে একটি হত্যা মামলার এফআইআর হয়নি। জাতীয় চার নেতাকে হত্যার পরে একটি মামলা হওয়ার আগেই তা ফাইল করেছেন।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com