শিরোনাম
খালেদা জিয়ার মামলায় দুদক পক্ষভুক্ত
প্রকাশ : ২৭ মে ২০১৯, ১৫:৩৭
খালেদা জিয়ার মামলায় দুদক পক্ষভুক্ত
ফাইল ছবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আদালত স্থানান্তর করে সরকারের প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে করা রিটে দুর্নীতি দমন কমিশনকে পক্ষভুক্ত করা হয়েছে।


বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের আদেশে সোমবার দুদককে পক্ষভুক্ত করা হয়।


আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ, এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।


পরে খুরশীদ আলম খান বলেন, যেহেতু নাইকো দুর্নীতি মামলাটি দুদক করেছে, সেহেতু এ মামলা সংক্রান্ত রিটে দুদককে পক্ষভুক্ত করার জন্য আজ আদালতে মৌখিকভাবে আবেদন করেছিলাম। কিন্তু তারা (খালেদার আইনজীবী) বলছে, মামলাতো চ্যালেঞ্জ করেনি ; করেছে আদালত স্থাপনের গেজেট চ্যালেঞ্জ। আমরা বলেছি, ওই আদালতের মামলা দুদকের করা। তাই পক্ষভুক্ত করার আবেদন করেছি। এরপর আদালতের আদেশে তারা দুদককে পক্ষভুক্ত করে রিটের অনুলিপি সরবরাহ করেন।


খুরশীদ আলম খান আরো বলেন, আদালত বলছে, রিটটি মঙ্গলবার শুনানির জন্য কার্যতালিকায় শীর্ষে থাকবে।


বিবার্তা/আদনান/জহির


>>খালেদা জিয়ার আদালত স্থানান্তর: রিটের শুনানি মঙ্গলবার

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com