শিরোনাম
ময়নাতদন্ত রিপোর্ট ১০ দিনের মধ্যে দাখিলের নির্দেশ
প্রকাশ : ১৬ মে ২০১৯, ১৫:০৯
ময়নাতদন্ত রিপোর্ট ১০ দিনের মধ্যে দাখিলের নির্দেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

হত্যার ঘটনায় দায়ের হওয়া প্রতিটি মামলার তদন্ত কর্মকর্তাকে সুরতহাল ও ময়নাতদন্ত রিপোর্ট ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম) ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সিজিএম) দাখিল করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।


আদালতের এই আদেশের অনুলিপি স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও আইজি প্রিজনকে পাঠাতে বলা হয়েছে।


বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।


এ সময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।


এর আগে বাগেরহাটের মোড়েলগঞ্জের একটি জোড়া খুন মামলার তদন্ত কর্মকর্তা ঠাকুর দাস মণ্ডল আদালতের তলবে হাজির হন। এরপর তিনি সংশ্লিষ্ট মামলার সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত রিপোর্ট দাখিল না করার বিষয়ে ব্যাখ্যা দেন।


তখন আদালত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া প্রতিটি মামলার সুরতহাল ও ময়নাতদন্ত রিপোর্ট ১০ দিনের মধ্যে তদন্ত কর্মকর্তাদেরকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করার নির্দেশ দেন হাইকোর্ট।


বিবার্তা/জাকিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com