শিরোনাম
চকবাজার অগ্নিকাণ্ডের তদন্ত পেছাল এক মাস
প্রকাশ : ০৮ মে ২০১৯, ১৭:৫৫
চকবাজার অগ্নিকাণ্ডের তদন্ত পেছাল এক মাস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ এক মাস পিছিয়ে আগামী ১৭ জুন দিন ধার্য করেছে আদালত।


বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে এ দিন প্রতিবেদন দাখিল করতে না পারায় অতিরিক্ত ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলাম নতুন দিন ধার্য করেন।


গত ২০ ফেব্রুয়ারি রাতে চুড়িহাট্টায় ভয়াবহ আগুনে ৭১ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় আহত হন অনেক। পুড়ে যায় বাড়িঘর, গাড়ি ও অনেক সম্পদ। আগুনের সূত্রপাত হয় ওয়াহিদ ম্যানসনে। ওই ভবনসহ আশেপাশের ভবনে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ওয়াহিদ ম্যানসনে বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য মজুদ থাকায় ব্যাপক প্রাণহানি হয়।


অবহেলাজনিত নরহত্যার অভিযোগে ওই ঘটনায় নিহত জুম্মনের ছেলে আসিফ বাদী হয়ে ওয়াহিদ ম্যানসনের মালিকের দুই ছেলেসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা করেন।


মামলার এজাহারে আরো বলা হয়, ভবনটি আবাসিক হওয়া সত্ত্বেও গুদাম হিসেবে ব্যবহার করায় আগুনে বহু লোক হতাহত হয়েছে। যা আইনপরিপন্থী।


বিবার্তা/আদনান/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com