শিরোনাম
কুষ্টিয়ায় এক নারীর যাবজ্জীবন, দুইজনের ১৫ বছর দণ্ড
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৯, ১৬:৫৯
কুষ্টিয়ায় এক নারীর যাবজ্জীবন, দুইজনের ১৫ বছর দণ্ড
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় মাদক মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তার এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দেয়া হয়। এছাড়া আরো ২ জনকে ১৫ বছর করে কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।


বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এসব রায় ঘোষণা করেন।


দণ্ডপ্রাপ্ত আসামি হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চামনাই গ্রামের আশরাফুল ইসলাম খোকনের স্ত্রী নাসিমা বেগম। একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে পলাতক মাহবুবুর রহমান জ্যোতি ও তার অপর ছেলে মহসিন আলী টিপুকে ১৫বছর করে কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।


আদালত সূত্রে জানায়, ২০১৬ সালে ১৫ অক্টোবর, সকাল সাড়ে ৮টায় জেলা মাদক দ্রব্য অধিদফতর কুষ্টিয়ার সীমান্ত উপজেলা দৌলতপুরের চামনাই গ্রামে অভিযানকালে আসামি নাসিমা বেগমের ঘর থেকে ৫০গ্রাম হিরোইনসহ তাকে আটক করেন। এঘটনায় আটককৃত আসামি নাসিমাসহ অপর আসামিদের বিরুদ্ধে মামলা হয়।


বিবার্তা/শরীফুল/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com