শিরোনাম
ফখরুলদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ৫ এপ্রিল
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৩:১৩
ফখরুলদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ৫ এপ্রিল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নাশকতার একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৫ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।


রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলার প্রথম সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল রবিবার। তবে আসামি পক্ষের আইনজীবীদের সময়ের আবেদনের প্রেক্ষিতে এদিন ধার্য করে ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ।


মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর পল্টন থানাধীন ফকিরাপুল মোড়ে আসামিরা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের ভূঁইয়া বাদী হয়ে মামলাটি করেন।


২০১৪ সালের ২৮ জুলাই পল্টন থানার এসআই আবু জাফর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি কর্মী সাজাদুর রহমানসহ ৭৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।


২০১৬ সালের ২০ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com