শিরোনাম
মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় রানার জামিন স্থগিত
প্রকাশ : ২৫ মার্চ ২০১৯, ১৫:০৫
মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় রানার জামিন স্থগিত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে হাইকোর্টের দেয়া ছয় মাসের জামিন আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।


একই সাথে আগামী ৩১ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে আদালত।


হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে সোমবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।


আদালতে রাষ্ট্রপক্ষে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মোহাম্মদ বশির উল্লাহ। অন্যদিকে অভিযুক্তের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সাইদ আহমেদ রাজা।


এর আগে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় রানাকে গত ১৪ মার্চ ছয় মাসের জামিন দেয় হাইকোর্ট।


২০১৩ সালের জানুয়ারিতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। ফারুক হত্যা মামলায় বর্তমানে রানা কারাগারে আছেন।


এদিকে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়ন যুবলীগ নেতা শামীম ও মামুন হত্যা মামলায় গত ৬ মার্চ রানাকে হাইকোর্ট থেকে জামিন পান। তবে পরবর্তীতে আপিল বিভাগে স্থগিত হওয়ায় রানার মুক্তি মেলেনি।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com