শিরোনাম
আবরারের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ
প্রকাশ : ২০ মার্চ ২০১৯, ১৭:০৯
আবরারের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সু-প্রভাত পরিবহনের বাস চাপায় নিহত শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরীর পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। টাকার জন্য সাত দিন সময় দেয়া হয়েছে।


বুধবার এ সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি শেষে এই নির্দেশ দেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।


হাইকোর্ট বেঞ্চ বলেছেন, আবরারকে চাপা দেয়া বাস সু-প্রভাত পরিবহনের মালিককে এ টাকা দিতে বলা হয়েছে। একই সঙ্গে আবরারের পরিবারকে কেন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।


প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন প্রগতি সরণি এলাকায় সু-প্রভাত (ঢাকা-মেট্রো-ব-১১-৪১৩৫) বাসের চাপায় বিইউপি শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরী নিহত হন। পরে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা আট দফা দাবি ঘোষণা করেন। বুধবার সকাল থেকেও রাজধানীর বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করছিলেন।


বিবার্তা/খলিল/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com