শিরোনাম
খালেদা অসুস্থ, গ্যাটকো মামলার চার্জ গঠনের শুনানি ১৭ এপ্রিল
প্রকাশ : ১৮ মার্চ ২০১৯, ১৪:০০
খালেদা অসুস্থ, গ্যাটকো মামলার চার্জ গঠনের শুনানি ১৭ এপ্রিল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপির কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ, এজন্য গ্যাটকো দুর্নীতি মামলার শুনানিতে তাকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ। তাই মামলায় অভিযোগ গঠন শুনানি হয়নি।


পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকা বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেনের আদালতে সোমবার মামলাটির চার্জ গঠনের শুনানি হওয়ার কথা ছিল।


উভয় পক্ষের শুনানি শেষে আদালত আগামী ১৭ এপ্রিল পরবর্তী চার্জ শুনানির তারিখ ধার্য করেন।


খালেদা জিয়া অসুস্থ থাকায় তাকে আদালতে হাজির না করে কাস্টডি পাঠায় কারা কর্তৃপক্ষ। কাস্টডিতে উল্লেখ করা হয়, শারীরিকভাবে খালেদা জিয়া অসুস্থ থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি।


আদালতে খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার অভিযোগ গঠন শুনানি পেছানো ও সময় আবেদন করে বলেন, যেহেতু খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়নি এবং মামলার আলামতসহ প্রয়োজনীয় কাগজপত্র আমাদের দেয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আমরা এখনও সে সব নথি হাতে পাইনি। তাই অভিযোগ গঠন শুনানি পেছানো হোক।


তবে আদালতে দুদকের আইনজীবী মোশারফ হোসেন বলেন, একজন আসামি না থাকলেও অভিযোগ গঠন শুনানি হয়। খালেদা জিয়া ছাড়া অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি শুরু করা হোক।


পরে উভয় পক্ষের কথা শুনে বিচারক ১৭ এপ্রিল দিন ধার্য করেন।


এদিন বিচারক তার এজলাসে আসেন ১১টা ৩৭ মিনিটে এরপর শুনানি শুরু হয়। আদালতে কার্যক্রম শেষ হয় ১১টা ৫৫ মিনিটে।


এর আগে গত ৭ ফেব্রুয়ারি দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল অভিযোগ গঠন শুনানি করেন। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনের ৫(২) ধারায়, দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায় অভিযোগ গঠন করার জোর দাবি জানান।


এরআগে ১০ জানুয়ারি খালেদা জিয়াকে কারাগার থেকে বিশেষ আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন বিশেষ আদালত।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com