শিরোনাম
বিচারাধীন ফৌজদারি মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৪
বিচারাধীন ফৌজদারি মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের সব দায়রা আদালতে ২০১০ সাল পর্যন্ত বিচারাধীন ফৌজদারি মামলার তালিকা ৩০ দিনের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই সাথে এসব মামলা ছয় মাসের মধ্যে বিচারিক আদালতকে নিষ্পত্তির নির্দেশও দিয়েছে আদালত।


বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট মঙ্গলবার বেঞ্চ এ আদেশ দেন।


এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।


নরসিংদীতে একটি যাত্রাবাহী বাসে ডাকাতির ঘটনায় রায়পুরা থানায় ২০০৭ সালের ২৭ ফেব্রুয়ারি একটি মামলা দায়ের করা হয়। এই মামলার আসামি শরিফুল জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। মঙ্গলবার ওই জামিন আবেদনের শুনানিকালে আদালত এমন আদেশ দেন।


আদালতের কাছে মনে হয় যে, ওই ডাকাতি মামলার সাক্ষীরা দীর্ঘ দিনেও সাক্ষ্য দিতে না আসায় মামলাটি নিষ্পত্তিতে দীর্ঘ সময় লাগে। ফলে বিচারিক আদালতে সাক্ষী উপস্থিত না হওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট।


এরপর অপর এক আদেশে দেশের সব দায়রা জজ আদালতে ২০১০ সাল পর্যন্ত বিচারাধীন ফৌজদারি মামলার তালিকা ৩০ দিনের মধ্যে দাখিল এবং এসব মামলা ছয় মাসের মধ্যে বিচারিক আদালতকে নিষ্পত্তি করতে বলেন আদালত।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com