শিরোনাম
কোস্টগার্ডের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৮
কোস্টগার্ডের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

উপকূলীয় ও সমুদ্র নিরাপত্তা বাহিনী কোস্টগার্ডের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বাংলাদেশ কোস্টগার্ড দিবস আজ।


এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বাহিনীর সদর দফতরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।


অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী উন্নয়ন ও অপারেশনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাহিনীর সদস্যদের পদক পড়িয়ে দেবেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।


রাষ্ট্রপতি তার বাণীতে দেশের জলসীমা ও উপকূলীয় এলাকার নিরাপত্তা বিধানে কোস্টগার্ড নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে বলে আশা প্রকাশ করেন।


প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, ‘দেশের বিশাল সমুদ্র এলাকা, উপকূলবর্তী ও অধিভুক্ত অভ্যন্তরীণ নৌপথে জনসাধারণের জানমাল রক্ষা, চোরাচালান দমন, মাদক নিয়ন্ত্রণ, মানবপাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, নৌ অপরাধ দমন প্রভৃতি কাজে কোস্টগার্ড জনগণের আস্থা অর্জন করেছে।’


বাহিনীর প্রতিটি সদস্য দেশপ্রেম, আন্তরিকতা, সাহসিকতা ও অবিচল আস্থার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com