শিরোনাম
২৯ শিক্ষককে এমপিও দেয়ার নির্দেশ
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১৮, ২২:৪৩
২৯ শিক্ষককে এমপিও দেয়ার নির্দেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের বিভিন্ন জেলার কয়েকটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) ২৯ জন শিক্ষককে এমপিও দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।


বৃহস্পতিবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন।


রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।


রিটকারীর পক্ষের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ২৯ জন শিক্ষক-শিক্ষিকা দীর্ঘদিন চাকরি করলেও তারা সরকারে বেতনের অংশ (এমপিও) পাচ্ছিলেন না।


এ কারণে বিভিন্ন সময়ে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মো. আবদুস সালাম, নাহিদা আকতার, মো. সাইফুল ইসলাম খন্দকার, মো. গোলাম সারোয়ার, মৌলভীবাজার জেলার কমলগঞ্জের উপজেলার নিয়ামল তামান্না, সুপন্না ব্যানাঞ্জি, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মো. আবুল কালাম, ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার মো. ইমারুল ইসলামসহ ২৯ জন হাইকোর্টে একাধিক রিট আবেদন করেন।


এ রিট আবেদনে রুল জারি করেন আদালত। রুলের ওপর চ‚ড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় দেন আদালত।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com