শিরোনাম
বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড, তারেকের যাবজ্জীবন
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৮, ১২:১৬
বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড, তারেকের যাবজ্জীবন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।


আর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।বাকি ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।


পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর উদ্দিন বুধবার এ রায় ঘোষণা করেন।


এর আগে ১১টার দিকে ৩১ আসামিকে আদালতে তোলা হয়। এরপর রায় পড়া শুরু করেন বিচারক।


রায় ঘোষণার সময় লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ৩১ আসামি আদালতে হাজির ছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ও সাবেক এমপি মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ এ মামলার ১৮ আসামি পলাতক।


এর আগে পুলিশি পাহারায় সকাল ১০টা ২০ মিনিটে বিচারক শাহেদ নূর উদ্দিন নাজিমুদ্দিন রোডের বিশেষ ট্রাইব্যুনালে উপস্থিত হন। আদালতে এসে তিনি প্রথমে খাস কামরায় যায়। কিছুক্ষণ পর তিনি এজলাসে উঠেন।


সকাল সাড়ে ৮টার দিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিদের বিশেষ নিরাপত্তায় আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে নেয়া হয়।


বিবার্তা/জাকিয়া


>>২১ আগস্ট হামলার রায় আজ, পুরান ঢাকায় কঠোর নিরাপত্তা


>>২১ আগস্ট গ্রেনেড হামলার রায় বুধবার, সতর্ক পুলিশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com