শিরোনাম
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে আইনি নোটিশ
প্রকাশ : ০২ আগস্ট ২০১৮, ২১:০২
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে আইনি নোটিশ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাংবিধানিক পদে থেকেও কোন ক্ষমতাবলে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি পদে আছেন, তা জানতে চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।


বৃহস্পতিবার দুপুরে রেজিস্ট্রি ডাকযোগে ওই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভুইয়া।


আইনি নোটিশের ভাষ্য, দেশের সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুসারে ২০১৪ সালের ১২ জানুয়ারি শাজাহান খান মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সাংবিধানিক পদে থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি পদে থাকা কেন বেআইনি ও নৈতিকতা-বিরোধী হবে না, তা নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় নৌপরিবহনমন্ত্রীর বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গের অভিযোগে উচ্চ আদালতের আশ্রয় নেয়া হবে।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com