শিরোনাম
জিহাদের মৃত্যুর ঘটনায় ৬ জনের বিচার শুরু
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৬, ১৪:৪৯
জিহাদের মৃত্যুর ঘটনায় ৬ জনের বিচার শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর শাহজাহানপুরে ওয়াসার নলকূপের পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনার মামলায় ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মঙ্গলবার ঢাকার ৫নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামান আসামিদের আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন।


একই সঙ্গে বিচারক আগামী ১৮ অক্টোবর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন। এ অভিযোগ গঠনের মধ্য দিয়ে অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে বিচারকার্য শুরু হয়েছে।


যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তারা হলেন মেসার্স এসআর হাউজের প্রোপ্রাইটর মো. শফিকুল ইসলাম ওরফে আব্দুস সালাম, বাংলাদেশ রেলওয়ের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (নলকূপ পরিদর্শন) মো. জাহাঙ্গীর আলম, কমলাপুর রেলওয়ের সহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দিন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জাফর আহমেদ শাকি, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) দীপক কুমার ভৌমিক এবং সহকারী প্রকৌশলী-২ মো. সাইফুল ইসলাম।


২০১৪ সালের ২৬ ডিসেম্বর শাহজাহানপুর রেলওয়ে কলোনির মাঠে খেলতে গিয়ে শিশু জিহাদ ওয়াসা ও রেলওয়ে কর্তৃপক্ষের অরক্ষিত গভীর নলকূপের পাইপে পড়ে মারা যায়।


দীর্ঘ ২৩ ঘণ্টা অভিযান চালানোর পরও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করতে পারে না। পরবর্তী সময়ে কয়েকজন যুবক নিজস্ব প্রযুক্তি দিয়ে তৈরি খাঁচার সাহায্যে শিশু জিহাদের লাশ উদ্ধার করে।


ওই ঘটনায় জিহাদের বাবা নাসির উদ্দিন ২০১৪ সালের ২৮ ডিসেম্বর ফৌজদারি আইনে মামলা করেন।


বিবার্তা/জেমি/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com