শিরোনাম
স্বপ্ন’কে ১০ লাখ টাকা জরিমানা
প্রকাশ : ২০ মে ২০১৮, ১৮:২৫
স্বপ্ন’কে ১০ লাখ টাকা জরিমানা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ওজনে কম দেয়ার অভিযোগে রাজধানী বানানীতে চেইনশপ স্বপ্নের আউটলেটকে ১০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।


র‍্যাবের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, রবিবার দুপুরের দিকে বনানীতে ‘স্বপ্ন’র আউটলেটে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। সেখানে প্রায় দেড় ঘণ্টা বিভিন্ন পণ্যের মান খতিয়ে দেখে দলটি। এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি, ওজনে কম দেয়া, পণ্যের গায়ে লেখা দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করাসহ বিভিন্ন অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে।


তিনি আরো জানান, বনানীর স্বপ্নের আউটলেটে বিভিন্ন ব্রান্ডের কোমল পানীয়র মেয়াদ শেষ হওয়ার পরও তারিখ পরিবর্তন করে বিক্রি করছে তারা। এছাড়াও দুধ ও জুসের মেয়াদ আগেই শেষ হয়েছে তা বিক্রি করছে। এমনকি গরুর মাংস ৪৫০ টাকায় বিক্রির কথা থাকলেও তারা বিক্রি করছিল ৫৫০ টাকায়।


বিবার্তা/খলিল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com