শিরোনাম
ধর্ষণ পরীক্ষায় ‘টু ফিঙ্গার টেস্ট’ নিষিদ্ধ
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৮, ১৮:৩৮
ধর্ষণ পরীক্ষায় ‘টু ফিঙ্গার টেস্ট’ নিষিদ্ধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ধর্ষিতার শারীরিক পরীক্ষার ক্ষেত্রে ‘টু ফিঙ্গার টেস্ট’ এর বিজ্ঞান সম্মত কোনো ভিত্তি নেই উল্লেখ করে এটি নিষিদ্ধ করে করেছে হাই কোর্ট। বৃহস্পতিবার এ সংক্রান্ত এক রুলের জবাবে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এ কে এম সহিদুল হক এ রায় দেন।


প্রসঙ্গত, দুই আঙুলের মাধ্যমে ধর্ষণ পরীক্ষা পদ্ধতির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট-ব্লাস্ট, আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ মহিলা পরিষদ, ব্র্যাক, মানুষের জন্য ফাউন্ডেশন, নারীপক্ষসহ দুই চিকিৎসক। এর পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ৯ অক্টোবর হাইকোর্ট নারী ও শিশুর স্বাস্থ্য পরীক্ষায় ‘দুই আঙ্গুলি পরীক্ষা’ কেন আইনানুগ বহির্ভূত এবং অবৈধ ঘোষণা করা হবে না কেন, তা নিয়ে রুল দেন।


এ ব্যাপারে আদালত বলেছেন, ধর্ষণের শিকার নারী ও শিশুর শারীরিক পরীক্ষার ক্ষেত্রে এই ‘টু ফিঙ্গার টেস্ট’ এর বিজ্ঞানসম্মত কোনো ভিত্তি নেই।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com