শিরোনাম
ঢাবি ভিসির বাসভবনে হামলার ঘটনায় মামলা দায়ের
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৮, ১৬:০৫
ঢাবি ভিসির বাসভবনে হামলার ঘটনায় মামলা দায়ের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় সহিংসতা ও উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় চারটি মামলা দায়ের করা হয়েছে।


শাহবাগ থানার পরিদর্শক আবুল হাসান জাফর মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে এ ঘটনায় চারটি মামলা করা হয়েছে।


বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা করেছেন। এছাড়া পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্য ও শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে বাকি তিনটি মামলা দায়ের করেছেন। মামলায় কোনো আসামির নাম ও সংখ্যা উল্লেখ করা হয়নি।


উল্লেখ্য, গত ৮ এপ্রিল রাতে বিক্ষোভকারীরা ভিসির বাসভবনে প্রবেশ করে। তারা বাসভবনের মুলগেট ভেঙে ফেলে এবং দেয়াল টপকে বাসায় ঢুকে হামলা চালায়। এসময় তাদের হাতে রড, হকিস্টিক, ও লাঠি দেখা যায়। এছাড়া বাসভবনের আশপাশের গাড়ি ও একাধিক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।


বিবার্তা/খলিল/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com