শিরোনাম
বিমানবন্দরে আনসার নিহত : শিহাবের ফের রিমান্ড
প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৬, ১৯:১৭
বিমানবন্দরে আনসার নিহত : শিহাবের ফের রিমান্ড
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছুরিকাঘাতে আনসার সদস্য নিহতের মামলায় আসামি শিহাবের ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


শনিবার ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী এ আদেশ দেন।


মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক মাহবুবুল আলম শিহাবকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ড আবেদন করেন।


রিমান্ড আবেদনে বলা হয়, এই আসামির কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য আসামিকে ফের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।


এর আগে গত ১৩ নভেম্বর শিহাবের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।


উল্লেখ্য, গত ৬ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দরের ২ নম্বর বহির্গমন টার্মিনালের ড্রাইভওয়ের উত্তর প্রান্তের ৬ নম্বর গেটের সামনে শিহাবকে ছুরি হাতে দেখতে পান এপিবিএনের সদস্যরা। তাকে ধরতে গেলে তিনি দৌড়ে ৪ নম্বর গেটের দিকে যান। ৪ নম্বর গেটের সামনে এক আনসার সদস্য ধরার চেষ্টা করলে তাকে ছুরিকাঘাত করে ৩ নম্বর গেটের দিকে এগিয়ে যান শিহাব। সেখানেও এক আনসার সদস্য আটকাতে গেলে তাকেও ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন শিহাব। আহতদের মধ্যে সোহাগ আলী (২৪) নামের এক আনসার সদস্য রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শিহাবকে আহত অবস্থায় গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ১২ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিহাবকে বিমানবন্দর থানায় নিয়ে যাওয়া হয়। ওই ঘটনায় ৭ নভেম্বর বিমানবন্দর আনসারের প্লাটুন কমান্ডার মো. আশরাফুল আলম বাদী হয়ে মামলা করেন।


বিবার্তা/সুভাষ/মনোজ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com