শিরোনাম
যুদ্ধাপরাধ: নোয়াখালীর ৩ জনের ফাঁসির দণ্ড
প্রকাশ : ১৩ মার্চ ২০১৮, ১১:৫৪
যুদ্ধাপরাধ: নোয়াখালীর ৩ জনের ফাঁসির দণ্ড
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মানবতাবিরোধী অপরাধের দায়ে নোয়াখালী জেলার সুধারাম এলাকার আমির আলীসহ তিনজনের ফাঁসির রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া একজনকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।


এদের মধ্যে আমির আলী, মোঃ জয়নাল আবদিন, ও আবুল কালাম ওরফে এ কে এম মনসুরের ফাঁসির রায় হয়েছে। আর মোঃ আব্দুল কুদ্দুসের হয়েছে ২০ বছরের কারাদণ্ড।


এই চার আসামির মধ্যে মনসুর পলাতক। বাকি তিনজন রায়ের সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন।


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোঃশাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।


এর আগে ৬ ফেব্রুয়ারি ৩১তম এ মামলায় নোয়াখালীর সুধারমের আমির আলীসহ চারজনের বিরুদ্ধে যে কোনো দিন রায় (সিএভি) ঘোষণার জন্য রাখা হয়। ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আসামি চারজন হলেন- আমির আহম্মেদ ওরফে রাজাকার আমির আলী, জয়নাল আবদিন, আব্দুল কুদ্দুস এবং আবুল কালাম ওরফে এ কে এম মনসুর।


বিবার্তা/নুর


>>যুদ্ধাপরাধের ৩১তম রায় মঙ্গলবার

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com