শিরোনাম
সাঁওতালদের ধান কাটার সুযোগ দিন: হাইকোর্ট
প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৬, ১৩:০৭
সাঁওতালদের ধান কাটার সুযোগ দিন: হাইকোর্ট
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালদের রোপণ করা ধান কাটার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসাথে তাদের ওপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত কী পদক্ষেপ নেয়া হয়েছে, তা জানতে চেয়ে রুল জারি হয়েছে।


বৃহস্পতিবার এক রিটের শুনানিতে নির্দেশ দেন উচ্চ আদালত। স্থানীয় চিনি কলের ডেপুটি ম্যানেজার রতন কুমার হালদারকে নির্দেশনা দেওয়া হয়েছে।


আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও এ এম আমিন উদ্দীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।


এদিকে, সাঁওতালদের অবাধে চলাফেরার অধিকার নিশ্চিতে এবং তাদের ওপর হামলার ঘটনায় কয়টি মামলা হয়েছে আগামী ১০ দিনের মধ্যে তা প্রতিবেদন আকারে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে জেলা পুলিশ সুপার ও গোবিন্দগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com